Brain Teaser Game: কোন বাচ্চাটি রাতে বাড়ির বাইরে বেরিয়ে ছিল? মাত্র ৪ সেকেন্ডে খুঁজে বের করলেই আপনিই জিনিয়াস
বেশিরভাগ নেটিজেনরাই এই জাতীয় খেলা বেশ উপভোগ করছে। এতে তাদের মনের একাগ্রতা বাড়ছে, সেরকম ভাবেই বাড়ছে দৃষ্টিশক্তি ও বুদ্ধিশক্তি।

Brain Teaser: বর্তমান সময়কালে বুদ্ধির ধাঁধাঁগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। বেশিরভাগ নেটিজেনরাই এই জাতীয় খেলা বেশ উপভোগ করছে। এতে তাদের মনের একাগ্রতা বাড়ছে, সেরকম ভাবেই বাড়ছে দৃষ্টিশক্তি ও বুদ্ধিশক্তি। একই সাথে এই ধাঁধার সমাধানের মাধ্যমে বেশ আনন্দ উপভোগ করছেন পাঠকেরা। চোখের ধাঁধার খেলাগুলি সাধারণত কিছু মিল-অমিল খুঁজে বের করার মাধ্যমে সমাধান করা সম্ভব। কখনো সংখ্যা কখনো শব্দ কখনো বা ছবি; এইসব দিয়েই তৈরি হয় এই জাতীয় ধাঁধাঁগুলি। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি মজাদার ধাঁধা তুলে দেওয়া হল।
Find Who Went Out of the House
উপরের দেওয়া ছবিটিতে দেখা যাচ্ছে তিনটি বাচ্চা শুয়ে রয়েছে বিছানার ওপরে। তিনজনই অঘোরে ঘুমাচ্ছে দেখা গেলেও, এদের মধ্যেই একজন রাতের বেলা ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিল। এবার বুদ্ধিশক্তি এবং দৃষ্টিশক্তির মাধ্যমে খুঁজে বের করতে হবে, কোন বাচ্চাটি রাতে বাইরে বেরিয়ে ছিল?
ছবির ঘোড়াটির মালিক কে? ৬ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস
Brain Teaser: Find Who Went Out of the House at Night in 4 Seconds
আপনার হাতে সময় কিন্তু খুব কম, মাত্র ৪ সেকেন্ড আর এর মধ্যে দিতে হবে সঠিক উত্তরটি! কারোর কারোর কাছে এই উত্তর দেওয়ার সহজ হলেও, কেউ কেউ কোনোভাবেই সঠিক প্রমাণ জোগাড় করতে পারবে না সঠিক উত্তরের জন্য!
কি খুঁজে পেলেন কোন বাচ্চাটি রাতে বাইরে বেরিয়ে ছিল? না পেলে আবারও ছবিটির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান।
তাড়াতাড়ি করুন, এবার সময় কিন্তু শেষের মুখে!
Find Who Went Out of the House at Night in 4 Seconds – Solution
ধাঁধা সমাধানের ৪ সেকেন্ড এখানেই সমাপ্ত হল! যারা পারেনি তাদের জন্য উত্তর রইল এই প্রতিবেদনের শেষেই। ছবিতে থাকা চাদর ঢাকা দেওয়া মাঝের মেয়েটিই আসলে ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিল। এটির প্রমাণ পাওয়া যাবে অতি সহজেই। ওই বাচ্চাটির বিছানার নিচে একটি নোংরা জুতো খুলে রাখা আছে। এছাড়া পাশে রাখা আছে একটি অর্ধেক খাওয়া ফ্রেঞ্জ ফ্রাইয়ের প্যাকেট। যার দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে, সেই রাতে বাইরে বেরিয়ে ছিল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি