ট্রেন্ডিং

Brain Teaser: পর্যবেক্ষণ ক্ষমতা থাকলেই খুঁজে পাবেন ঘোড়ার চালককে, সময় মাত্র ৫ সেকেন্ড

Advertisements

Brain Teaser: বুদ্ধিকে কাজে লাগিয়ে ধাঁধার সমাধান করা এক মজাদার খেলা। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই এই জাতীয় অপটিক্যাল ইলুয়েশনের খেলাগুলি হামেশাই দেখা যাচ্ছে। পাঠকেরা এই জাতীয় ধাঁধার মাধ্যমে নিজের দৃষ্টিশক্তিরও পরীক্ষা করে নিচ্ছে। কিছু ছবি, কিছু শব্দ কিংবা কিছু সংখ্যার মধ্যে মিল-অমিল খুঁজে বের করার মাধ্যমে নিজের বুদ্ধি শক্তির এবং দৃষ্টিশক্তির প্রমাণ পাওয়া যাচ্ছে। গভীর পর্যবেক্ষণের মাধ্যমে এই জাতীয় ধাঁধাগুলির সমাধান বের করতে হচ্ছে। খেলাগুলি আনন্দও যোগাচ্ছে পাঠকদের। আজকের এই প্রতিবেদন এরকম একটি মজাদার ধাঁধা এনে হাজির! তাহলে আর দেরি না করে দেখে নিন কী ধাঁধা অপেক্ষা করছে।

Brain Teaser to Test Your IQ: Can You Find the Horse Rider

Brain Teaser

Advertisements

একটি ছবি দেওয়া হল যেখানে দেখা যাচ্ছে, একটি ছুটন্ত ঘোড়াকে। ছবি দেখে বোঝা গেছে যে ,ঘোড়াটি বেশ জোরেই দৌড়াচ্ছে। তবে তার পিঠে কিন্তু কেউই বসে নেই। পাঠকদের কাজ হল এই ঘোড়ার পিঠে বসে থাকা ঘোড়ার চালকটিকে খুঁজে বের করা। তাহলে আর দেরি না করে শুরু করে দিন ধাঁধা সমাধানের কাজ।

Brain Teaser to Test Your IQ: Can You Find the Horse Rider in 5 Seconds?

Brain Teaser: পর্যবেক্ষণ ক্ষমতা থাকলেই খুঁজে পাবেন ঘোড়ার চালককে, সময় মাত্র ৫ সেকেন্ড

তবে বলে রাখা ভালো সময় কিন্তু খুবই কম, মাত্র ৫ সেকেন্ড! দেরি না করে শুরু করে দিন ঘোড়ার চালককে খোঁজার কাজ। আপনার সময় শুরু হল ঠিক এখন। মনোবিজ্ঞানীদের মতে, গভীর পর্যবেক্ষণের দ্বারা এই জাতীয় ধাঁধার উত্তর খোঁজা সম্ভব আর এতে মনের একাগ্রতা বাড়ে।

দৃষ্টিশক্তি পরীক্ষা! সোনার গয়নার ভিড়ে খুঁজে বের করুন মুক্তোর গয়নাটিকে

Find the Horse Rider in 5 Seconds: Solution

Brain Teaser: পর্যবেক্ষণ ক্ষমতা থাকলেই খুঁজে পাবেন ঘোড়ার চালককে, সময় মাত্র ৫ সেকেন্ড

আপনার সময় শেষ হলো ঠিক এখানেই! অনেকেই হয়তো চালককে খুঁজে বের করতে চেষ্টা করেছেন, আবার কেউ কেউ খুঁজেও পাননি। তবে চিন্তা নেই উত্তর রয়েছে প্রতিবেদনের শেষেই। যারা খুঁজে বের করেছেন তাদের সত্যিই বাহবা দিতে হয়! পাঠকের সুবিধার্থে চালককে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles