ট্রেন্ডিং

Brain Teaser: ছবিটিতে লুকিয়ে আছে ৫টি বীজহীন তরমুজ, খুব অল্প সময়ে খুঁজে পেলেই আপনি জিনিয়াস! 

সোশ্যাল মিডিয়ায় বিনোদনের বিভিন্ন জিনিসের পাশাপাশি অতি জনপ্রিয় হয়ে উঠেছে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলি।

Advertisements

Brain Teaser: বর্তমান সময়ে কর্মব্যস্তময় জীবনে আনন্দের রসদ জোগাচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় বিনোদনের বিভিন্ন জিনিসের পাশাপাশি অতি জনপ্রিয় হয়ে উঠেছে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলি। তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে ব্যবহার করে একই জিনিসের ভিড়ে ভিন্ন জিনিসকে চিহ্নিতকরণের মাধ্যমে ধাঁধার সমাধানে আসা সম্ভব। তবে শুধু দৃষ্টিশক্তি না, এর পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতাকেও কাজে লাগাতে হবে সমানভাবে। আজকের এই প্রতিবেদনে এরকম একটি মজাদার ধাঁধা হাজির করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে এটি।

Brain Teaser: How Long Does It Take to Spot to 5 Seedless Melons

Brain Teaser

উপরে ছবিটিতে দেখা যাচ্ছে বেশ কিছু তরমুজের টুকরো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই তরমুজগুলিকে ভালোভাবে লক্ষ্য রাখলেই দেখা যাচ্ছে, সব তরমুজগুলিতে কালো রঙের বীজও রয়েছে। সমাধানকারীদের জন্য এটিই সৃষ্টি করছে চোখের বিভ্রম। বীজওয়ালা তরমুজের ভিড়েই লুকিয়ে রয়েছে বীজহীন তরমুজ। সেই তরমুজকেই চিহ্নিতকরণ করতে হবে, একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন সমাধানকারীকে। তবে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক খোঁজার কাজ। তবে খোঁজার আগে অবশ্যই নিজের ঘড়িকে সেট করে নিতে হবে। পাঁচটি তরমুজকে খুঁজে পেতে ঠিক কতটা সময় লাগছে, জেনে নেওয়া আবশ্যক।

Advertisements

ভালোভাবে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন তরমুজের টুকরোগুলিকে।

বুদ্ধিমত্তাকেও দৃষ্টিশক্তির পাশাপাশি কাজে লাগাতে হবে।

সময় অনেকটাই অতিবাহিত হল অনেকটাই।

মুরগি ছানাগুলির মাঝে লুকিয়ে আছে ৫টি হলুদ লেবু, খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Solution

Brain Teaser

অনেকেই হয়তো ইতিমধ্যেই ৫টি তরমুজকে চিহ্নিতকরণ করে ফেলেছে। তবে যারা পারেননি তাদের বারংবার অনুশীলনের প্রয়োজন রয়েছে। ৫টি ভিন্ন তরমুজকে প্রতিবেদনের শেষে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles