ট্রেন্ডিং

Brain Teaser: ৩টি দেশলাই কাঠি না ভেঙে ‘4’ সংখ্যাটি লিখে দেখান, 99 শতাংশ মানুষই ফেল

Advertisements

Brain Teaser: বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য এখন ডিজিটালি অনেক ধাঁধাই এসে গেছে। এই জাতীয় ধাঁধাতে পর্যবেক্ষণের দ্বারা বিভিন্ন সমাধানে আসা যায়। মনোবিজ্ঞানীদের মতে, এতে যেমন মনের জোর বাড়ে ঠিক সেরকম ভাবেই গভীর পর্যবেক্ষণকে কাজে লাগিয়ে একপ্রকার গাণিতিক সমাধানেও আসতে হয়। তবে তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এই জাতীয় ধাঁধার সমাধানের মাধ্যমে বুদ্ধিশক্তিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলা যায়। তবে বেশ মজাদার হয় এই জাতীয় খেলাগুলি। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি মজাদার গাণিতিক ধাঁধা এনে হাজির করা হয়েছে, যা কিনা সম্পন্ন করতে হবে দেশলাই কাঠি দিয়ে। তাহলে আর দেরি না করে দেখে নিন গাণিতিক ধাঁধাটি ঠিক কি।

Make 3 Matchsticks into 4 Without Breaking Them

Brain Teaser

ছবিতে মোট ৩টি দেশলাই কাঠি রয়েছে আর এই ৩টি দেশলাই কাঠি দিয়ে ইংরেজিতে ‘4’ সংখ্যাটি লিখে দেখাতে হবে। একটি দেশলাই কাঠিও ভাঙলে চলবে না! কি পারবেন এই অংকের ধাঁধার সমাধান বের করতে? এমন কিছু শক্ত না হলেও, একটু বুদ্ধি তো কাজে লাগাতেই হবে। তাহলে আর দেরি না করে শুরু করে দিন ভাবার কাজ।

Advertisements

Brain Teaser for High-Level Thinkers

হাতে সময়ও কিন্তু বেশ কম, তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজের উত্তরটি দিয়ে ফেলুন। অনেকেই হয়তো ইতিমধ্যেই সমাধান করতে বসে পড়েছেন। অনেক রকম ভাবেই ভাবনা চিন্তাও করছেন। তবে সোজা পথে নয়, উত্তর কিন্তু একটু ঘুর পথেই আসবে, তা বলে রাখা ভালো।

একটি মাত্র দেশলাই কাঠি সরিয়ে 6+0=8 গণিতটি সঠিক করুন! সময় মাত্র ৩০ সেকেন্ড

Solve Matchstick Puzzle in 6 Seconds: Solution

Brain Teaser

কি আসল উত্তরটি খুঁজে পেলেন? কীভাবে তিনটি দেশলাই কাঠি দিয়ে 4 বানালেন? না পারলেও অসুবিধা নেই, সমাধান রয়েছে এই প্রতিবেদনেই। মাত্র ৩টি দেশলাই কাঠি দিয়ে ‘4’ সংখ্যাটি লেখার জন্য একটু আলাদা চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ সাধারণ সংখ্যা নয় বরং রোমান সংখ্যায় লিখতে হবে ‘4’ আর তাহলেই কেল্লাফতে! লেখাটি হবে ঠিক এইরকম ‘IV’।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles