Brain Teaser Game: অসংখ্য ‘Tall’ শব্দের মধ্যে লুকিয়ে আছে একটি ‘Ball’ শব্দ, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
তীক্ষ্ণ দৃষ্টি শক্তি এবং বুদ্ধি শক্তির দ্বারা এই জাতীয় চোখের ধাঁধার সমাধান করা বেশ সহজ।

Observation Find it Out: গভীর পর্যবেক্ষণের মাধ্যমে ধাঁধার (Brain Teaser) সমাধান দেওয়া নতুন কিছু নয়। এই জাতীয় অপটিক্যাল ইলুয়েশনের খেলাগুলি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে পাঠকদের কাছে। তীক্ষ্ণ দৃষ্টি শক্তি এবং বুদ্ধি শক্তির দ্বারা এই জাতীয় চোখের ধাঁধার সমাধান করা বেশ সহজ। তাই আজকের এই প্রতিবেদনে এরকমই একটি নতুন চোখের ধাঁধা (Brain Teaser) হাজির করা হল; যেখানে বেশ কয়েকটি একই শব্দের মাঝে আলাদা শব্দটিকে খুঁজে বের করতে হবে। চোখের ধাঁধার খেলায় এই জাতীয় বিভিন্ন সংখ্যা, শব্দ কিংবা ছবির মাধ্যমে মিল-অমিল খুঁজে বের করতে হয়।
Influence of Brain Teasers
এই জাতীয় ধাঁধার খেলাগুলি (Brain Teaser) মস্তিষ্ককে উজ্জীবিত করে। মনকে সক্রিয় রাখতে সাহায্য করে, মনের ধৈর্য বাড়ায়। চিন্তা শক্তি বাড়িয়ে তোলে। এই জাতীয় ধাঁধার সমাধান বের করার মাধ্যমে আত্মবিশ্বাসও বেড়ে ওঠে। নিজের দৃষ্টিশক্তি ঠিক কতটা প্রকট, সেটাও জানা যায়। তাই হাতে সময় পেলেই এই জাতীয় খেলা তো খেলে নেওয়া যেতেই পারে।
Observation Find it Out: If you have Sharp Eyes Find the Word Ball among Tall
ছবিটিতে দেখা যাচ্ছে ইংরেজি অক্ষরে অনেকগুলি ‘Tall’ লেখা রয়েছে। তবে এর মধ্যে থেকেই বের করতে হবে ‘Ball’ লেখা শব্দটিকে অত্যন্ত তিক্ত দৃষ্টি শক্তির সাহায্যে এবং মনের একাগ্রতা থাকলেই এই জাতীয় ধাঁধার সমাধান দেওয়া সম্ভব। মনোবিজ্ঞানীদের মতামত অনুসারে, এই জাতীয় ধাঁধার মাধ্যমে মনকে শান্ত করা সম্ভব। তাই আর দেরি না করে খুঁজতে শুরু করুন ‘বল’ শব্দটিকে।
অসংখ্য ৭১৭ মাঝে খুঁজে বের করুন ৭৭৭ সংখ্যাটিকে, সময় মাত্র ১৫ সেকেন্ড
Observation Find it Out: If you have Sharp Eyes Find the Word Ball among Tall in 15 Secs
এক্ষেত্রে বলে রাখা ভালো আপনার হাতে সময় কিন্তু খুব কম, মাত্র ১৫ সেকেন্ড! তাই ঘড়িটিকে এখন থেকেই ঠিক করে রাখুন। যারা এই জাতীয় ধাঁধার সমাধান দিতে অভ্যস্ত, তারা খুব সহজেই উত্তর বের করতে পারবে। তবে যারা পারবে না, তারা সময় নিয়ে ভালো করে অক্ষরগুলি দেখতে থাকুন।
Observation Find it Out: If you have Sharp Eyes Find the Word Ball among Tall in 15 Secs – Solution
এখনো খুঁজে বের করতে না পারলে জোরে জোরে শ্বাস নিন এবং চোখের পাতা ফেলতে থাকুন। তবে না উত্তর দিতে না পারলেও সমস্যা নেই, সমাধান রয়েছে প্রতিবেদনের শেষে। পাঠকদের সুবিধার্থে ‘Ball’ শব্দটি বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হল। চিন্তার কোন কারণ নেই, অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে এই জাতীয় সমাধান বের করা সম্ভব।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি