ট্রেন্ডিং

Brain Teaser: ইমোজি দেখে বলতে হবে সবজির নাম, ২০ সেকেন্ড সময়ে করতে হবে ধাঁধার সমাধান

ছবি মিলিয়ে বের করতে হবে, ঠিক কী রয়েছে লুকিয়ে ছবির পাতায়।

Advertisements

Brain Teaser: গভীর পর্যবেক্ষণের মাধ্যমে এই জাতীয় ধাঁধার সমাধান দেওয়া সহজ। ছবি মিলিয়ে বের করতে হবে, ঠিক কী রয়েছে লুকিয়ে ছবির পাতায়। খবরের কাগজ কিংবা ম্যাগাসিনের পাতায় আগে হামেশাই এই জাতীয় ধাঁধা (Brain Teaser game) দেখা যেত। এখন আবার সোশ্যাল মিডিয়ার স্ক্রল করতে করতেও এই জাতীয় অপটিক্যাল ইলুয়েশনের ধাঁধা মনকে বেশ ভালো করে তুলছে। বুদ্ধি শক্তি এবং গভীর পর্যবেক্ষণের সাহায্যেই এই জাতীয় খেলায় সমাধান পাওয়া সম্ভব! তাহলে দেরি না করে দেখে নিন, আজকে কী ধাঁধা (Brain Teaser Game) নিয়ে আসা হয়েছে।

Brain Teaser: Guess The Vegetables By Emoji

Brain Teaser

এই খেলার মাধ্যমে বের করতে হবে এমন একটি সবজির নাম, যা রোজই খাবার প্লেটে দেখতে পাওয়া যায়। প্রতিদিনের আলু, গাজর, পটল এইসব এর মতো এই সবজিটিও কিন্তু বেশ জনপ্রিয় প্রতিটি ঘরে ঘরে। ছবিটিতে দেখা গেছে, প্রথমে একটি কলসির ছবি তারপরেই ইংরেজিতে ‘A’ লেখা রয়েছে। এরপর পায়ের আঙ্গুলের ছবি রয়েছে। তিনটি ছবি এক করে একটি উত্তর বের করতে হবে। তাহলে দেরি না করেই খুঁজতে শুরু করুন ধাঁধার সমাধানটি আসলে কী!

Advertisements

দুটি ছবিতে রয়েছে ৩টি পার্থক্য, খুঁজে বের করুন; সময় মাত্র ১৩ সেকেন্ড

Guess The Vegetables By Emoji

তবে সমাধানকারীদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, হাতে সময় কিন্তু খুব কম মাত্র ২০ সেকেন্ডে আর এর মধ্যেই এই শব্দের ধাঁধার উত্তর খুঁজে বের করতে হবে।

সময় শুরু হল ঠিক এখন…

Guess The Vegetables By Emoji: Solution

গভীর পর্যবেক্ষণের মাধ্যমে অনেকেই হয়তো ইতিমধ্যে উত্তর খুঁজে পেয়ে গেছে। তবে যারা পায়নি, তাদের চিন্তার কোনও কারণ নেই। এই জাতীয় ধাঁধাঁগুলির অভ্যাস করতে করতেই আয়ত্তে চলে আসবে। উত্তর রইলো প্রতিবেদনের শেষে।

ভিডিওতে দেখে নিন ধাঁধার উত্তর

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles