Business Idea : বাড়ি বসেই শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে দুই লাখ টাকা
প্রতিবেদনে এমন কিছু Business Idea দেওয়া হল যা এনে দেবে বড় লাভ

Business Idea : বর্তমান বাজারে বেকারত্বের সংখ্যা বেরেই যাচ্ছে। এরকম অবস্থায় আপনি ঘরে বসেই শুরু করতে পারবেন ছোটখাটো কিছু ব্যবসা। তাই এই প্রতিবেদনে আমরা এমনই ব্যবসার (Business Idea) কথা আপনাদের জানাবো। খুব অল্প বিনিয়োগে লাভ করতে পারবেন বিশাল পরিমাণের অর্থ। যে জিনিসটার কথা বলা হচ্ছে, সেটি হলো সকলের প্রিয় নাস্তা অর্থাৎ পোহা। এই পোহা উৎপাদন ইউনিটের ব্যবসার কথাই এখানে বলা হচ্ছে। যেটি ভীষণভাবে চলছে ভারতীয় বাজারে।
How to execute this Business idea :
ভারতীয়দের বাড়িতে বাড়িতে এই খাবারটি খাওয়ার চল রয়েছে। অনেকেই সকালের খাবারের এই পোহা খেতে পছন্দ করেন কারন এটি বহু পুষ্টিগুণ সম্পন্ন। এছাড়া অতি সহজেই হজম করা যায়। তাই পোহা উৎপাদনের ইউনিট যদি কেউ স্থাপন করতে পারে, তাহলে তার ব্যবসা রমরমিয়ে চলবে। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের তথ্য অনুযায়ী, একটি পোহা উৎপাদন ইউনিটের দাম ২.৪৩ লক্ষ। এর উপরে প্রায় ৯০% অর্থ সরকার ঋণ দেবে। তাই এই ব্যবসা শুরু করতে আপনাকে খরচা করতে হবে মাত্র ২৫ হাজার টাকা।
এগুলো ছাড়াও যে জিনিসগুলোর প্রয়োজন হবে তা হল, পোহা মেশিন, চুল্লি, প্যাকিং মেশিন, ড্রাম এবং ছোটখাটো অনেক কিছু জিনিস। এছাড়া আপনার কাছে ৫০০ বর্গফুট পর্যন্ত জায়গা থাকতে হবে। অল্প পরিমাণ জিনিস কিনে এনে ব্যবসা শুরু করলে ধীরে ধীরে লাভের মুখ দেখা যাবে। এই খাদি এবং গ্রামীণ শিল্প কমিশনারের রিপোর্ট অনুসারে, কেউ যদি এই ব্যবসা শুরুর আগে ঋণের জন্য আবেদন করে তাহলে সে ৯০ শতাংশ ঋণ পেয়ে যাবে।
ব্যবসার শুরুতে স্বল্প পরিমাণ বিনিয়োগ করতে হলেও সেই অর্থটা খুবই কম অর্থাৎ ৫০ হাজার টাকা পর্যন্ত দিতে হবে। যার মাধ্যমে প্রায় ১ হাজার কুইন্টাল পোহা উৎপন্ন করা যাবে। এই ১০০০ কুইন্টাল পোহা বিক্রি করে একজনের লাভ হবে প্রায় ১০ লক্ষ টাকা। অর্থাৎ ৬ লাখ টাকা ঋণের পরিমাণ বাদ দিয়েও, যে কেউ ১.৪০ লক্ষ টাকা আয় করতে পারবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে