লাইফস্টাইল

Business Idea: লেখালেখি করে মোটা টাকা আয়ের সুযোগ! কী ভাবে? জেনে নিন বিস্তারে

ব্যবসায়ে (Business) যেমন লাভের মুখ দেখা যায়, ঠিক সেরকম নিজের পছন্দ মতো আরামে থাকার সুবিধাও রয়েছে।

Advertisements

Business Idea: অনেকেই চাকরির থেকে স্বাধীন ব্যবসা (Business) করতে বেশি পছন্দ করে। এই ব্যবসায়ে (Business) যেমন লাভের মুখ দেখা যায়, ঠিক সেরকম নিজের পছন্দ মতো আরামে থাকার সুবিধাও রয়েছে। তবে কী ভাবে ব্যবসা করা যাবে, কী ব্যবসা করা যাবে; এইসব নানান চিন্তা ঘুরতে থাকে সাধারণ মানুষের মাথায়। এই ক্ষেত্রে কিন্তু অনেক সমাধানের পথ বের করে দিয়েছে অ্যামাজন (Amazon) স্বয়ং। সেটা কী ভাবে? জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে।

Business Idea

Business idea

Amazon Kindle Publishing

  • এর দ্বারা যারা লেখায় অত্যন্ত দক্ষ, তারা অর্থ উপার্জন করতে পারবে।
  • প্রথমে বই লিখে তা আপলোড করতে হবে এই সাইটে।
  • এরপর অ্যামাজনের রিভিউ টিম ওই বইটিকে রিভিউ করবে।
  • অনুমোদন এসে গেলেই সেই বইটি নির্দিষ্ট সময়ে Amazon-এ প্রকাশিত হয়ে যাবে।
  • লেখকের লেখা এই বই পাঠকরা
    কিনে পড়তেও পারবে। যেখান থেকে লেখক অর্থ উপার্জন করতে পারবে।
  • বই বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যামাজন কেটে নেবে, বাকিটা পাবে লেখক।

বাড়ি বসেই শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে দুই লাখ টাকা

Business Idea

Advertisements

Amazon FBA:

এটি হলো অ্যামাজনের আরেক ধরনের ব্যবসায়িক আইডিয়া। যার মাধ্যমে কাজ করা যাবে অতি সহজেই। এর দ্বারা যদি কেউ কোনো জিনিস বিক্রি করতে চায়, তাহলে প্রথমে সেটি কিনতে হবে।

  • এরপর সেগুলি অ্যামাজনেরও ওয়্যারহাউজে পাঠিয়ে দিতে হবে।
  • অ্যামাজন এগুলি সঠিক মনে করলেই অনলাইনে আপলোড করবে।
  • এরপর গ্রাহকরা যদি ওই নির্দিষ্ট জিনিসটি অর্ডার করে, তাহলে অ্যামাজান ডেলিভারি করবে।

পডকাস্টিং (Podcasting)

Business idea

অনেকেরই কণ্ঠস্বর ভীষণ ভালো থাকে। সেক্ষেত্রে অডিও কনটেন্ট অর্থ উপার্জনের অন্যতম রাস্তা হতে পারে। যদি কেউ খুব ভালো অডিও তৈরি করতে পারে, তাহলে সে পটকাস্টিং শুরু করতে পারে। এতে খরচাও খুব কম লাগে এবং অর্থ উপার্জনও করা যায় সহজে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles