California Rules: পাবলিক ট্রান্সপোর্ট নয়, যাতায়াতের জন্য প্রাইভেট প্লেন ব্যবহার করেন এই দেশের মানুষ!
এখানে গেলেই চোখে পড়বে রাস্তার ধারে গাড়ি নয় দাঁড়িয়ে রয়েছে সারি সারি বিমান।

California Rules: সাধারণ মানুষ বরাবরই যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্টের উপর নির্ভরশীল। অনেক সময় অফিস বা স্কুলে যেতে, সকলেরই দম বেরিয়ে যায়! মনে হয়, যদি একটা নিজের বিমান থাকতো! তাহলে উড়ে উড়ে যেতাম। তবে বিশ্বে কিন্তু এরকম জায়গায় সত্যিই আছে। যেখানে অফিস যাওয়ার জন্য ব্যবহার করা হয় নিজস্ব বিমানের (Private Plane)। শুনতে অবাক লাগলেও এ কথাই কিন্তু একদমই সত্যি। যেখানে গেলেই চোখে পড়বে রাস্তার ধারে গাড়ি নয় দাঁড়িয়ে রয়েছে সারি সারি বিমান আর সেই বিমানগুলির মালিক একেকটি বাড়ির একেকজন।
কোথায় অবস্থিত এই বিরল জায়গা?
বিদেশের মাটিতে অর্থাৎ ক্যালিফোর্নিয়ার (California) ক্যামেরন এয়ারপার্কে রয়েছে এই বিরল জায়গাটি। যেখানে সাধারণ মানুষ অফিস-কাছারি যাওয়ার জন্য নিজেদের আলাদা আলাদা প্রাইভেট প্লেনের (Private Plane( ব্যবহার করে থাকে। সবকিছুই খুবই ব্যক্তিগত রাখে সেখানকার মানুষেরা। বাইরের মানুষেরা এইসব জায়গায় বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না কিন্তু এর পিছনে কিন্তু রয়েছে এক বিরাট ইতিহাস।
ড্রাইভিং লাইসেন্স পেতে আর প্রয়োজন নেই ড্রাইভিং পরীক্ষার, জানুন বিস্তারিত
কেন এই বিশেষ নিয়ম?
১৯৬৬ সালে তৈরি করা হয় ক্যালিফোর্নিয়ার এই বিশেষ শহরটি। যেখানে বর্তমানে প্রায় ১২৪ জন মানুষ বসবাস করেন। এদের প্রত্যেকেরই নিজেদের আলাদা করে বিমার বা হ্যাঙ্গার রয়েছে, নিজের ইচ্ছা মতো যে কোন জায়গায় উড়ে চলে যেতে পারে তারা। কোনরকম ট্রাফিক জ্যাম বা কিছুই তাদের আটকাতে পারে না। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকাতে এয়ারফিল্ড (Airfield) তৈরি করা হয়েছিল বেশ কয়েকটি জায়গায়। পরবর্তীকালে সেগুলি এয়ার পার্কে পরিণত হয়। এর ফলে জানা যায়, ক্যালিফোর্নিয়ার ওই বিশেষ ক্যামেরনে এইরকমইভাবে একটি এয়ারফিল্ড ছিল, যেখানে বর্তমানে আলাদা আলাদা পাইলট রয়েছে প্রতিটি ঘরে।
শুধু তাই নয় এখানে বিমান ওঠানো নামানোর জন্য সুন্দর রাস্তাও করে দেওয়া আছে। এই নিয়ে ইউটিউবে অনেক ভাইরাল ভিডিও রয়েছে। এছাড়া টিকটকে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে এই বিশেষ জায়গাটি নিয়ে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি