লাইফস্টাইল
Career Astrology: রাশিচক্র অনুসারে জেনে দিন আপনার সেরা কেরিয়ার কোনটি!

Advertisements
Career Astrology: প্রতিটি মানুষেরই ভাগ্য কথা বলে! সারা জীবনে সে যাই পরিশ্রম করুক না কেন, ভাগ্যের উপরও অনেক কিছু নির্ভর করে। ঠিক যেমন ভাবে রাশিফল (Zodiac Sign) নির্ধারণ করে দেয়, সারাটি দিন বা সারা জীবন ঠিক কিভাবে কাটতে চলেছে কিংবা আপনার ভালো-খারাপও। ঠিক সেভাবেই রাশিফল নির্ধারণ করে দিতে পারে, কোন মানুষের জন্য সেরা পেশা কি হতে পারে। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাবে, কোন রাশির মানুষদের জন্য কোন পেশা (Career Astrology) সঠিক ভাগ্য বয়ে আনবে।
Career Astrology: Best Career for Each Zodiac Sign
Advertisements
- মেষ রাশি
মেষ রাশির মানুষেরা সাধারণত ভীষণ সাহসী এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পছন্দ করে। যে কোন পরিস্থিতিতেই তারা প্রতিযোগিতা করতে সক্ষম। তাদের জন্য সেরা চাকরি হতে পারে আর্মি, যে কোন সংস্থার ম্যানেজার, ব্যক্তিগত ট্রেনার কিংবা পুলিশ অফিসার।
- বৃষ রাশি
এই রাশির মানুষেরা তাদের বাস্তবতা জ্ঞান এবং ধৈর্যের জন্য সাফল্য লাভ করতে পারে অতি সহজেই। এই রাশির জাতকের জন্য সেরা কেরিয়ার এনে দেবে এগ্রিকালচার কিংবা বিভিন্ন অর্থনৈতিক দিক।
- মিথুন রাশি
এই রাশির জাতকেরা যে কোন কাজের সাথেই সহজে মানিয়ে নিতে পারে। এরা মানুষের সাথে কথা বলতে পারে ভীষণ ভালোভাবে। এদের বুদ্ধি সব সময় অধিক হয়। এদের জন্য সেরা পেশা হতে পারে সাংবাদিকতা, জনসংযোগ, মার্কেটিং কিংবা শিক্ষকতা।
- কর্কট রাশি
এই রাশির জাতকেরা একটু বেশি আবেগপ্রবণ হয় এবং মানুষকে যত্ন করতে পারে খুব ভালো। পরিবারের প্রতি এরা একটু বেশি দায়বদ্ধতা থাকে। এদের পক্ষে সেরা কাজ হতে পারে বিভিন্ন স্বাস্থ্যের সাথে জড়িত কাজ কিংবা সৈনিকদের সাথে যুক্ত যে কোন কাজ অথবা মনোবিদের কাজও হতে পারে।
- সিংহ রাশি
এই রাশির জাতকেরা সবসময় সবার সেরা হয়ে থাকে। সব কাজে অত্যন্ত দক্ষতার সাথে জয়লাভ করতে সক্ষম এরা। যে কোন কোম্পানির প্রধান কিংবা সরকারি অফিসার, রাজনীতিবিদ অথবা বড় মাপের বক্তাও হতে পারে এরা।
Advertisements
- কন্যা রাশি
এই রাশির জাতকেরা একটু বেশি স্মার্ট হয়ে থাকে। তারা বিভিন্ন দিক ভাবনা-চিন্তা করে কাজ করতে পারে। চোখের সামনে বিভিন্ন ছবি ভাসিয়ে আনতে পারে। এদের পক্ষে সেরা কাজ হল লেখকের কাজ কিংবা টেকনিশিয়ান, ডাটা সায়েন্টিস্ট, গণিতজ্ঞ।
- তুলা রাশি
এই রাশির জাতকের বন্ধু প্রবণতা একটু বেশি থাকে। এরা সৃজনশীলতায় ভরপুর মানুষ হয়। বিভিন্ন মানুষের সাথে মিশতে ভালোবাসে। এদের জন্য সেরা ভবিষ্যৎ হতে পারে অভিনয়, মডেলিং, জনসংযোগ, অফিসার, উকিল প্রভৃতি।
মানুষের মন পড়তে পারেন এই রাশির মহিলারা! আপনার সঙ্গিনী এই রাশির অধিকারিণী নয় তো?
- বৃশ্চিক রাশি
এই রাশির জাতকেরা সাধারণ মনোভাবের হয় এবং নিজের লক্ষ্যে স্থির থাকে। সৎ মানুষ হয়ে থাকে এই রাশির জাতকেরা। এদের জন্য সেরা কাজ হতে পারে গুপ্তচরের কাজ, অনুসন্ধানের কাজ, গোয়েন্দার কাজ ইত্যাদি।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকেরা খুব সৃজনশীলতার মধ্যে দিয়ে মানুষ হয়। এদের দায়িত্বজ্ঞান, নির্ভরযোগ্যতা জ্ঞান ভীষণ বেশি হয়। চরিত্রও খুব ভালো হয়। এই রাশির জাতকদের অ্যাকাউন্টেন্ট, ব্যাংক, রাজনীতিবিদ কিংবা আয়ুর্বেদ ডাক্তারের দিকে গেলে বেশি ভালো কেরিয়ার হতে পারে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি