খবর

Helmet Fine: মাথায় হেলমেট থাকলেও চালান কাটবে পুলিশ! কতটাকা জরিমানা দিতে হবে জেনে নিন

দেশের আইন ব্যবস্থা এখন যথেষ্ট সক্রিয়।

Advertisement
Advertisements

Helmet Fine: হেলমেট পরলেও দিতে হবে জরিমানা, জেনে নিন আসল কারণ

দেশের আইন ব্যবস্থা এখন যথেষ্ট সক্রিয়। বাইক আরোহী থেকে চার চাকা আরোহী, সকলেই বেশ কিছু নিয়ম কানুনের ঘেরাটোপে থাকে। একটু এদিক ওদিক হলেই, কড়া জরিমানার (Traffic Challan) আওতায় তাদের ফেলা হয়। কখনো বা ট্রাফিক সিগনাল ভেঙেছে কোন আরোহী কখনো বা হেলমেট পরেনি! সিসিটিভিতে ধরা পড়লেই জরিমানা সঙ্গে সঙ্গে ফোনে এসএমএসে পৌঁছে যায়।

Helmet Fine Rules

Helmet fine rules

অনেক সময় দেখা যায় আরোহীরা হেলমেট পরে রয়েছে, তাও ফোনে হঠাৎ করেই ১০০০ টাকার জরিমানার কাগজ এলো। অনেকেরই হয়তো সংশয়ে পড়ে যায়, কি জন্য হঠাৎ করে তাদের এই জরিমানা দিতে হবে। অনেকেই জানেনা এর আসল কারণ।

হেলমেট পরলেও যে যে কারণে জরিমানা কাটা হয়-

Helmet Fine Rules

  • মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৮৮ অনুযায়ী, কেউ হেলমেট মাথায় ঠিকভাবে যদি না পরে তাহলেও ট্রাফিক পুলিশ জরিমানা (Traffic Challan) কাটতে পারে। তাই সর্বদা হেলমেট (Helmet Fine) পরলেই তা সঠিক নিয়ম মেনে পরা উচিত।
  • অনেক সময় আরোহীরা বাইক ও স্কুটার চালানোর সময় অতি নিম্নমানের হেলমেট ব্যবহার করে, যা মাথা থেকে খুলে যাওয়া কিংবা দুর্ঘটনা এড়ানোর মতো হয় না। যার ফলে এই জাতীয় হেলমেট (Helmet Fine) থেকেও জরিমানা আসতে পারে।

জরিমানার পরিমাণ (Challan Ammount)

Helmet Fine

  • যদি কেউ হেলমেট পরেও সঠিক নির্দেশ না মানে, সে ক্ষেত্রে ১০০০ টাকা জরিমানা দিতে হয়। অর্থাৎ কেউ যদি ভুল ভাবে হেলমেট পরে এবং ISI মার্ক ছাড়া নিম্নমানের হেলমেট পরেও, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য।
  • যাদের মাথায় হেলমেট ( Helmet Fine) থাকে না একেবারেই, তাদের ২০০০ টাকা জরিমানা করা হয়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles