Icche Putul: বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, প্রকাশ্যে চাঞ্চল্যকর খবর
দুই বোনের জীবন কাহিনীকে অবলম্বন করেই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প।

Icche Putul: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া একটি নবাগত ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। মাত্র কয়েক মাস টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। দুই বোনের জীবন কাহিনীকে অবলম্বন করেই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। সোশ্যাল মিডিয়া থেকে থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই এই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। ইদানিং ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকছে টানটান উত্তেজনা। তাই কোনো পর্ব মিস করতে চাইছেন না দর্শক। তবে এত জনপ্রিয়তার পরেও কোপ পড়েছে ধারাবাহিকের সম্প্রচারে।
Icche Putul Zee Bangla
খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসতে চলেছে দাদাগিরি। দর্শকমহলে দাদাগিরির জনপ্রিয়তা যে কতটা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শোনা গিয়েছে, জি বাংলার পর্দায় শুক্র ও শনিবার সম্প্রচারিত হবে দাদাগিরি (Dadagiri Unlimited)। যার সঞ্চালনায় থাকবেন ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ইতিমধ্যে অডিশনও হয়ে গিয়েছে এই রিয়্যালিটি শোয়ের। আর ঠিক এই কারণেই সপ্তাহে মাত্র চারদিন অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবার সম্প্রচারিত হবে ইচ্ছে পুতুল। এই নিয়েই এক প্রকার জল্পনা তৈরি হয়েছে সকলের মধ্যে। অনেকেই ভাবছেন এইবার হয়তো শেষ হয়ে যেতে পারে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। তবে গল্পের নায়ক নীল ওরফে মৈনাক এক বিশ্বস্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার তরফে এখনো নিশ্চিত করে কিছুই জানানো হয়নি। টেলিকাস্টের দিন যে কমানো হচ্ছে তা সত্যি। তবে পুজোর পর সবকিছুই আবার ঠিকঠাক হয়ে যাবে।’
ঘুরে গেল গল্প! পর্ণাকে ডিভোর্স দিতে কোর্টের দ্বারস্থ হল সৃজন, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রচারের দিন কমিয়ে আনার ফলে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের মতে অমিল দেখা গিয়েছে। প্রযোজনা সংস্থা ধারাবাহিকটিকে আর এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। অন্যদিকে জনপ্রিয়তার কারণে চ্যানেল কর্তৃপক্ষও চাইছেন না এই ধারাবাহিককে মাঝপথে বন্ধ করতে। যার কারণে দুপক্ষই মীমাংসার চেষ্টা করছে। তবে শোনা গিয়েছে চলতি সপ্তাহতেই গৃহীত হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সত্যিই ইচ্ছে পুতুল বন্ধ হয়ে যাবে নাকি অন্য কোনো স্লটে এই ধারাবাহিক দেখতে পাবেন দর্শক তা এখন ভবিষ্যতের গর্ভে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি