খবর

CNMC Recruitment 2023: CNMC- তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, বেতন ২৫ হাজার টাকা, দেখে নিন আবেদন পদ্ধতি

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ (CNMC) ও হাসপাতালের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisements

CNMC Recruitment 2023: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ (CNMC) ও হাসপাতালের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ (CNMC) ও হাসপাতালে জরুরি ভিত্তিতে HCP-এর অধীনে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ ইউনিটের জন্য একজন চুক্তিভিত্তিক স্টাফ নার্সের প্রয়োজন। উল্লিখিত পদের জন্য উপযুক্ত যে কেউ আবেদন করতে পারবেন। দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

CNMC Recruitment Details:

CNMC Recruitment

পদের নাম: স্টাফ নার্স

Advertisements

শূন্যপদের সংখ্যা:

আবেদনকারী প্রার্থীর যোগ্যতা: 

GNM পাশ করা সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। সঙ্গে থাকতে হবে নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন। থ্যালাসেমিয়া রোগী এবং তাদের পরিবারের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স হবে ৪০ বছর।

বেতন: 

মাসিক বেতন ২৫,০০০ টাকা।

CNMC Recruitment

Application Process

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নোটিশের শেষের, ২ নং পাতায় যে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

সেপ্টেম্বরে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! হয়রানি এড়াতে দেখে নিন ছুটির তালিকা 

CNMC Recruitment

আবেদন পাঠাবার ঠিকানা: 

The Principal, Calcutta National Medical College, 32 Gorachand Road Kolkata -700014

আবেদনের সময়সীমা: 

প্রার্থীদের ১৮.০৯.২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles