খবর

Vande Bharat Express: বন্দে ভারতের খাবারে আরশোলা! ক্ষমা চেয়ে সংস্থাকে মোটা টাকা জরিমানা করল IRCTC

কখনো ট্রেনের খারাপ পরিষেবা, কখনো বা নিম্নমানের খাবার; এই নিয়েই সর্বদা চর্চায় থাকে এই ট্রেনটি

Advertisements

Vande Bharat Express: ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন হিসেবে ইতিমধ্যেই বিভিন্ন রূটে চালানো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেনটিকে নিয়ে জল্পনার কোনো শেষ নেই! কখনো ট্রেনের খারাপ পরিষেবা, কখনো বা নিম্নমানের খাবার; এই নিয়েই সর্বদা চর্চায় থাকে এই ট্রেনটি, আর এবারও খাবারের সাথে আরশোলা পরিবেশন করল এই ট্রেন। যার দ্বারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠল যাত্রীরা। এর আগেও একবার পরিবেশিত পরোটায় পোকা পাওয়া গিয়েছিল। এবারও রুটিতে মিলল আরশোলা।

Cockroach Found in Food Served On Vande Bharat Express

Vande Bharat Express

২৪ শে জুলাইয়ের ঘটনা, ভোপাল থেকে গোয়ালিয়র যাচ্ছিলেন এক যাত্রী। হঠাৎ করেই আইআরসিটিসির (IRCTC) পক্ষ থেকে তাকে যে খাবার পরিবেশন করা হয়, সেখানে আরশোলা দেখতে পান ওই যাত্রীটি। সঙ্গে সঙ্গে সে খাবারের ছবি তোলে এবং টুইটারে তা দিয়ে দেয়। এর ফলে ট্রেনসহ সোশ্যাল মিডিয়াতেও সকলেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে। এর উত্তরে আইআরসিটিসি ক্ষমা চাইলেও, যাত্রীদের কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। যদিও আইআরসিটিসির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তারা পরবর্তীকালে অত্যন্ত সতর্কতার সাথে সবকিছু পালন করবে। এমনকি যে সংস্থা পরিষেবা প্রদান করছিল, তাদেরকেও মোটা টাকার জরিমানা দিতে বলা হয়েছে।

Advertisements

বন্দে ভারতে চড়ে সহজেই করা যাবে কেদারনাথ ধাম যাত্রা, দেখে নিন খরচ ও সময়

IRCTC Responds

তবে ঐদিন ট্রেনে এমন ঘটনার ঘটার পর সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিল। ভোপাল ডিভিশনাল ম্যানেজার জানান, এরপরে আইআরসিটিসির পক্ষ থেকে যাত্রীদের আবারও অন্য খাবার দেওয়া হয় এবং যারা আগে খাবার পরিবেশন করছিল তাদের ওপর যথেষ্ট শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়।

ইতিমধ্যেই পশ্চিম সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে প্রায় ২৫ হাজার টাকা জরিমানা জারি করা হয়েছে ওই সংস্থাকে। এমনকি বন্দে ভারতের সমস্ত রান্নাঘরে কঠোর পর্যবেক্ষণ চালানোর জন্য বলা হয়েছে। ওই ট্রেনে উপস্থিত আরও অনেকেই ঐদিন খাবারের মান নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles