খবর

Gas cylinder price: মাসের শুরুতেই সুখবর! রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বড়সর পরিবর্তন

কয়েকদিন আগেই রাখির উপহার হিসাবে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা হ্রাস করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisements

Gas Cylinder Price: সেপ্টেম্বরের শুরুতেই সুখবর। প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাস এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের রদবদল করা হয়ে থাকে। কয়েকদিন আগেই রাখির উপহার হিসাবে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা হ্রাস করেছে কেন্দ্রীয় সরকার। তার কিছুদিনের মধ্যেই দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের। আজ থেকে কার্যকরী হবে সেই দাম।

Commericial LPG Gas Cylinder Price

LPG Price

Advertisements

আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড়সর পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমেছে।

বাণিজ্যিক সিলিন্ডারের কয়েক মাসের দাম:

বিগত কয়েক মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস পেয়েছে। জুন মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৩ টাকা ও মে মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭২ টাকা কমানো হয়েছিল।

LPG Price

এপ্রিল মাসে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও প্রতি ইউনিট ৯১.৫০ টাকা কমেছে। তবে, ১লা মার্চ, পেট্রোলিয়াম এবং ওএমসিগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ৩৫০.৫০ টাকা এবং গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের প্রতি ইউনিট ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল।

জনসাধারণের জন্য সুখবর! একধাক্কায় অনেকখানি কমলো রান্নার গ্যাসের দাম!

Latest commercial gas cylinder prices in mega cities:

Gas cylinder price

প্রধান শহরগুলিতে সাম্প্রতিকতম বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে:

দিল্লি: ১,৫২২.৫০ টাকা

কলকাতা: ১,৬৩৬ টাকা

মুম্বাই: ১,৪৮২ টাকা

চেন্নাই: ১,৬৯৫ টাকা

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles