
Viral Video: টেলিভিশনের জনপ্রিয়তাকে পিছনে ফেলে বর্তমানে বিনোদনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। প্রতি নিয়ত সোশ্যাল মিডিয়ার পাতা খুললে চোখের সামনে ভেসে ওঠে বিনোদনের এক বিপুল সম্ভার। নাচ, গান, কমেডিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। যা প্রতি মুহূর্তে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে। আজকের দিনে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে প্রায় প্রতিটি মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তাই এই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করা হলে সেটা যে খুব দ্রুত ভাইরাল (Viral) হয় তা বলার অপেক্ষা রাখে না।
ইদানিং প্রায় সকলেই নিজেদের অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত তাদের নাচ গান কমেডি আপলোড করতে থাকেন। কিছু ভিডিও মানুষের মন ছুঁয়ে যায় আবার কিছু ভিডিও (Viral Video) মানুষ পছন্দ করেন না। তেমনই একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে নেটদুনিয়ায়।
Instagram Viral Video
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বিয়ে বাড়ির একটি অনুষ্ঠানে এক যুবক-যুবতী ‘তু ঝুটি মে মাক্কার (Tu Jhoothi Main Makkaar) সিনেমা থেকে ‘তেরে প্যায়ার মে (Tere Pyaar Mein)’ গানে রোমান্টিক নৃত্য পরিবেশন করছেন। তাদের প্রাণবন্ত নাচে ডান্সফ্লোরটি যেন জীবন্ত হয়ে উঠেছে। নাচের এক্সপ্রেশন এবং গানের তালে তালে নৃত্য পরিবেশন মন কেড়েছে সকলের। নাচটিতে ঐতিহ্যগত ও সমসাময়িক নৃত্যশৈলীর সুন্দর মিশ্রণ ঘটেছে। Weddingz.in নামক ইনস্টাগ্রামের পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। যা ইতিমধ্যে 130k ভিউস সংগ্রহ করেছে।
Netizen’s Reaction
ভিডিওটি নেটিজেনদের কাছ থেকে প্রায় ৫,৫০৮ লাইক ও প্রশংসা অর্জন করেছে। এমন আকর্ষণীয় গানে সুখী দম্পতির নাচ দেখে অনেকে মুগ্ধ হয়েছেন আবার অনেকেই তাদের রসায়ন বেশ পছন্দ করেছেন। এমনকি নাচের সঙ্গে দম্পতির অভিনয় উপভোগ করেছেন এবং এটিকে সুন্দর বলেছেন। ভিডিওটির কমেন্ট সেকশন করে গিয়েছে লাভআই এবং ফায়ার ইমোজিতে। এছাড়াও বিভিন্ন ইতিবাচক কমেন্টে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি