ভাইরালভিডিও

Viral Couple’s Dance: “ছলেয়া”! আইফেল টাওয়ারের সামনে শাহরুখের ট্রেন্ডিং গানে দম্পতির দুর্দান্ত নাচ, ভাইরাল ভিডিওতে মুগ্ধ নেটপাড়া

জওয়ান ছবিতে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ছলেয়া গানটির ক্রেজ এখন তুঙ্গে।

Advertisements

Couple’s Dance Goes Viral: বর্তমানে জওয়ান জ্বরে কাবু গোটা ভারত। প্রথমবার দক্ষিণের পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সেই সঙ্গে রয়েছেন দক্ষিণের নায়িকা নয়নতারা এবং বিজয় সেতুপতি। সিনেমায় আলাদা ভাবে নজর কেড়েছে দীপিকা পাডুকোন। প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে এই ছবি যে আলাদা মাত্রায় সাড়া ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Couple’s Dance To SRK’s Chaleya Outside Of Eiffel Tower

Couple's Dance

Advertisements

বর্তমানে ছবিটির সংলাপ শোনা যাচ্ছে লোকের মুখে মুখে। এই ছবিতে শাহরুখ খানের অ্যাক্টিং, অ্যাকশন, এক্সপ্রেশনে মুগ্ধ সকল দর্শক। শুধু সিনেমার সংলাপ নয় সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে সিনেমার গানগুলিও। জওয়ান ছবিতে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ছলেয়া গানটির ক্রেজ এখন তুঙ্গে। গানটিতে তাল মেলাচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। এইবার এই ছবির ছলেয়া গানে প্যারিসের রাস্তায় এক যুবক-যুবতীর নাচ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে jodianoorabh নামক এক ব্যবহারকারীর দ্বারা নাচের এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই যুগলটিকে (Couple’s Dance) আইকনিক আইফেল টাওয়ারের সামনে ছলেয়া গানে নৃত্য প্রদর্শন করতে দেখা গিয়েছে।

শীতল পাহাড়ি ঝর্ণায় গা ভিজিয়ে ভাইরাল অভিনেত্রী মধুমিতা, না দেখলেই মিস!

Advertisements

যুবক-যুবতীর নাচের স্টেপ ও এক্সপ্রেশন নজর কেড়েছে নেটিজেনদের। ব্যাকগ্রাউন্ডে থাকা আইফেল টাওয়ার তাদের নাচের মাত্রাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। নাচের মধ্যে দিয়ে যুগলটি যেন তৈরি করেছে তাদের নিজেদের কেমিস্ট্রি। ৯ই সেপ্টেম্বর পোস্ট করার পর থেকে ভিডিওটি ৫.৩ মিলিয়নেরও বেশি ভিউস, অসংখ্য লাইক এবং কমেন্টে ভরে উঠেছে। দুজনের চিত্তাকর্ষক পারফরম্যান্স এবং আইফেল টাওয়ারের মনোরম পটভূমি বিশ্বব্যাপী দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles