Dadagiri Special Episode: ঝরঝরে মুখস্থ ১০০ বছরের ক্যালেন্ডার! দাদাগিরির মঞ্চে খুদের প্রতিভায় মুগ্ধ সাইবারবাসী
এক খুদের দাদাগিরি অবাক করল দাদাকে।

Dadagiri Special Episode: জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি (Dadagiri Unlimited)। এই শোয়ের সঞ্চালনা করেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী। রাজ্যের বিভিন্ন প্রান্ত বিভিন্ন নামিদামী মানুষের পা পড়ে এই শোয়ের মঞ্চে। প্রতিটি এপিসোডেই থাকে নিত্য নতুন চমক এবং দাদার প্রশ্নবানে রীতিমতো ঘায়েল হতে হয় প্রতিযোগীদের। তবে এইবার এক খুদের দাদাগিরি অবাক করল দাদাকে। তার প্রতিভায় মুগ্ধ হয়েছেন সকলে।
Dadagiri Unlimited Viral Video
সম্প্রতি দাদাগিরির সেই পর্বটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় বছর চারেকের এক ক্ষুদে প্রতিযোগী অংশগ্রহণ করেছে দাদাগিরিতে। তবে যে বিষয়টি সকলকে অবাক করেছে তা হলো এই বয়সেই আগামী ১০০ বছরের ক্যালেন্ডার দিব্যি মুখস্ত বলছে সে। এমনকি ভবিষ্যতে কোন দিনে কোন বার হবে তাও নিমেষের মধ্যে সঠিক বলে দিচ্ছে সে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকটি বছরের তারিখ বলে বার জানতে চাইলে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে ক্ষুদেটি। দাদা জানতে চান ১৯২৬ সালের ২২শে জুন কোন বার? বাচ্চাটি উত্তর দেয় শনিবার। তার এই উত্তরে রীতিমতো অবাক হয়ে যায়। একই সঙ্গে আরও বেশ কিছু তারিখের বারও সঠিক বলে খুদেটি।
অসামান্য প্রতিভা, পাঁচ বছরের শিশুর গলায় অসাধারণ গান শুনে মুগ্ধ বিচারকমন্ডলী, ভাইরাল ভিডিও
দাদা জানতে চান কীভাবে সে সব এত নিখুঁতভাবে তারিখের বার মনে রেখেছে। উত্তরে খুদেটি বলে মুখস্থ না বরং ক্যালকুলেশন করেই সব বলতে পারে সে। এই বয়সে তার এই প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক এবং সাইবারবাসী। দাদাগিরির এই এপিসোডটি যদিও বেশ কয়েক বছর আগের। তবে আবারও এই শিশুটির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি