বিনোদন দুনিয়াভাইরালভিডিও

Dadagiri Unlimited: ‘ওয়ান্ডার কিড’! দাদাগিরির মঞ্চে তিন বছরের শিশুর প্রতিভায় মুগ্ধ নেটপাড়া, রইল ভাইরাল ভিডিও

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি (Dadagiri Unlimited)।

Advertisements

Dadagiri unlimited Episode Viral: ইন্টারনেটের সহজলভ্যতার কারণে দুনিয়া আজ মানুষের হাতের মুঠোয়। একটি ছোট্ট মুঠো ফোনের সাহায্যে মানুষ জানতে পারছে দেশ-বিদেশের নানা খবর। এমনকি মানুষের সামনে চলে আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানা অজানা প্রতিভা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি-ভিডিওর পাশাপাশি রিয়্যালিটি শোয়ের এক একটি পর্বের ক্লিপগুলিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তেমনই জি বাংলার (Zee Bangla) দাদাগিরির (Dadagiri) একটি পর্বের ক্লিপ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে এক খুদে প্রতিযোগীর প্রতিভায় মুগ্ধ হয়েছেন সকলেই।

Dadagiri Unlimited Reality show Zee Bangla

Dadagiri

Advertisements

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি (Dadagiri Unlimited)। ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় এই শোয়ের ক্রেজ বৃদ্ধি পেয়েছে দর্শকের মধ্যে। রাজ্যের বিভিন্ন প্রান্তের নানা প্রতিভাবান মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেরই পা পড়ে এই দাদাগিরির মঞ্চে। এমনকি এই তালিকা থেকে বাদ পড়ে না ক্ষুদেরাও। মাঝে মাঝেই দাদাগিরিতে ‘চাইল্ড স্পেশাল’ পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে যোগ দেয় বিভিন্ন ক্ষুদে প্রতিভা।

Joydrata Das: The Wonder kid In Dadagiri

Dadagiri

তেমনই জয়দ্রত দাস নামের এক ক্ষুদে প্রতিভা যোগ দিয়েছিল দাদাগিরির মঞ্চে। মাত্র তিন বছর বয়সী সেই ক্ষুদের প্রতিভায় বিস্মিত হয়েছেন সকলেই। টেলিফোন কে আবিষ্কার করেন এই প্রশ্ন থেকে শুরু করে দেশের প্রথম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রেডিয়ামের আবিষ্কারক এমনকি ফেসবুক কে আবিষ্কার করেছেন এই সকল  প্রশ্ন ছাড়াও আরো কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সকলকেই তাক লাগিয়েছে ক্ষুদে। তার এই প্রতিভায় মুগ্ধ হয়ে সৌরভ গাঙ্গুলী তাকে ‘ওয়ান্ডার কিড’ নামে অভিহিত করেছে।

বিস্ময় বালক! দাদাগিরির মঞ্চে খুদের দুর্ধর্ষ প্রতিভা দেখে মুগ্ধ নেটপাড়া

Netizen’s Reaction

Dadagiri

ভিডিওটি আপলোড করার পর থেকেই লাইক ও কমেন্টে ভরে গিয়েছে। খুদের প্রতিভায় মুগ্ধ নেটপাড়া। ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ ভিডিওটিকে লাইক করেছেন। নানা ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন। কেউ লিখেছেন, ‘ওয়ান্ডারফুল’, আবার কেউ লিখেছেন ‘এক্সিলেন্ট’। আরেক নেটিজেন লিখেছেন, ‘হি ইজ এ জিনিয়াস’।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles