Dadagiri Unlimited: ‘বিয়ে করে সংসার করবো’, খুদে প্রতিযোগীর কথায় হাসির রোল উঠল দাদাগিরির মঞ্চে, রইল ভিডিও
চলতি বছরে দশম সিজনে পা দিয়েছে এই রিয়্যালিটি শোটি।

Dadagiri unlimited: সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি সিজন ১০(Dadagiri Unlimited Season 10)। চলতি বছরে দশম সিজনে পা দিয়েছে এই রিয়্যালিটি শোটি। আবারও সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। প্রতি সিজনেই এই শোয়ের ক্রেজ থাকে তুঙ্গে। এইবারেও তার ব্যতিক্রম হয়নি। দাদাগিরি শুরু হওয়ার পর থেকেই প্রতি পর্বের কিছু মজাদার ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
Dadagiri Unlimited Season 10
দাদাগিরির প্রায় প্রতি পর্বেই দর্শকদের জন্য থাকে নিত্য নতুন চমক। প্রতিযোগীদের সঙ্গে গল্প ও হাসি ঠাট্টায় মাততে দেখা যায় মহারাজকে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি মাঝে মাঝে কিছু খুদেরও পা পড়ে দাদাগিরির মঞ্চে। তাদের মজার মজার কথায় জমে ওঠে দাদাগিরির মঞ্চ।
Dadagiri Unlimited Viral Video
তেমনই কিছুদিন আগে সম্প্রচারিত হয়েছে কচিকাচাদের দাদাগিরি। সেখানেই বিভিন্ন জায়গা থেকে কিছু ক্ষুদে প্রতিযোগী উপস্থিত হয়েছিল দাদাগিরির মঞ্চে। সেখানেই দাদা এক ক্ষুদে প্রতিযোগীকে প্রশ্ন করেন সে বড় হয়ে কী করবে? দাদার প্রশ্নের উত্তরে সে জানায় বড় হয়ে সে চাকরি করবে, বিয়ে করবে এবং সংসার চালাবে। তার কথা শুনে অবাক হয়ে যায় দাদা। সে আরও বলে তার মা বাবাকে মারে। ক্ষুদে প্রতিযোগীর এই কথা শুনে হাসির রোল ওঠে দাদাগিরির মঞ্চে।
ঘুরে গেল গল্প! ময়ূরীর বদলে মেঘকে বরণ করে ঘরে তুলল মীনাক্ষী দেবী, প্রকাশ্যে মোড় ঘোরানো পর্ব
জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। ইতিমধ্যে বাচ্চাটির এই মজাদার ভিডিওটিকে শেয়ার করেছেন বহু মানুষ। বিভিন্ন ধরনের মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন। তবে বাচ্চাটির এই ভিডিওটিকে সকলে যে বেশ পছন্দ করেছেন তা লাইক ও কমেন্ট দেখে ভালোই বোঝা যাচ্ছে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি