লাইফস্টাইল

Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন? একনজরে দেখে নিন আজকের রাশিফল

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল।

Advertisements

Daily Horoscope : রাশিফলের গণনা নির্ভর করে সূর্যের অবস্থানের উপর। সেই কারণেই একজন ব্যাক্তির জন্মদিন অনুসারে বোঝা যায় সেই ব্যক্তি কোন রাশির (Horoscope) জাতক বা জাতিকা।

আজ বৃহস্পতিবার ১ জুন ২০২৩

যদি আপনার আজকে জন্মদিন হয়ে থাকে তবে পাশ্চাত্য মত অনুসারে আপনি মিথুন রাশির (Horoscope) জাতক, জাতিকা ।

Horoscope (রাশিফল)

Daily Horoscope

  • ১ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর প্রভাবকারী গ্রহ হল রবি ও বুধ।  তবে রবির প্রভাব অধিক। আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে, ১২শী তিথি সকাল: ১১:৪৭ পর্যন্ত পরে ১৩শী তিথি চলবে।
  • জ্যোতিষ শাস্ত্র মতে আজকে আপনার জন্য সু-সময়: ভোর: ৫:২৪-৬:১৮ সকাল: ৯:৫২-১১:৪০, বিকাল: ৪:১০-৬:৪৩ রাত: ৭:৩২-৯:৩৯ ১২:২৮-২:৩৫, ৪:০০-৫:২৫ পর্যন্ত। এই সময় নিজের সমস্ত শুভ কাজ সম্পর্ণ করে রাখুন।
  • আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ।
  • আপনার জন্য শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮।
  • আপনার জন শুভ রত্ন: পান্না ও রুবী।
  • আজকের দিনে আপনার জন্য শুভ রং : সবুজ ও কমলা। কোনো শুভ্যকর্মে গেলে এই রঙের পোশাক পড়ুন কাজে মনপুত ফলপ্রাপ্তি ঘটবে।

Horoscope অনুযায়ী কেমন যাবে আজকের দিন:

Daily Horoscope
বৃষ রাশি
  • বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): চক্ষুপীড়ায় ভুগতে পারেন। নিজের উপর বিশ্বাস রাখতে হবে।প্রতিকূল পরিস্থিতিতেও নিজের উপর বিশ্বাস রাখতে হবে।কর্মক্ষেত্রে সতর্কত থাকুন। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের উপর খুব অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না।
Daily Horoscope
তুলা রাশি
  • তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): দাম্পত্য ক্ষেত্রে অকারন সন্দেহ আর অবিশ্বাস সুখ শান্তিকে নষ্ট করবে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। গোপনীয়তা রক্ষা করতে চেষ্টা করুন। রহস্যজনক কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন।
Daily Horoscope
মেষ রাশি
  • মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): বুঝে শুনে চলতে হবে। খুব ঠান্ডা মাথায় আপনাকে ব্যবসা করতে হবে। অংশিদারী ব্যবসায় দেখা দেবে জটিলতা। ফলে অবিশ্বাস ও সন্দেহ ব্যবসাকে ধংশ করতে পারে।কারো সাথে ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন।
Dairy Horoscope
মিথুন রাশি
  • মিথুন রাশি (২১ মে – ২০ জুন): বন্ধ হয়ে যাওয়া পড়াশোনা পূণরায় অরম্ভ করতে পারেন। আজ প্রেম ভালোবাসায় সাফল্য লাভের দিন। পারিবারিক জীবনে প্রেমিকার সাহায্য পাবেন।অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীদের দূর্ণাম বদনামের সম্মূখীন হতে হবে।
Daily Horoscope
কর্কট রাশি
  • কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): স্থাবর সম্পত্তি বিষয়ে ঝামেলা এড়িয়ে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আজ পারিবারিক জীবনে আত্মীয় স্বজনের সাথে বিরোধ দেখা দেবে। বাড়িতে কোনো প্রকার রহস্যজনক ঘটনা ঘটতে চলেছে।
Dairy Horoscope
সিংহ রাশি
  • সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): অনলাইন ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন।বৈদেশিক যোগাযোগে রহস্যজনক উন্নতি আশা। আজ তদবির সংক্রান্ত কাজে সফল হবেন। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন।
Daily Horoscope
বৃশ্চিক রাশি
  • বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): গৃহস্থালী প্রয়োজনে আজ কেনাকাটা করতে পারেন। প্রবাসীদের ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ নষ্ট হবে। সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। আমদানী রপ্তাণী বাণিজ্যে ভালো আয় রোজগার হবে।
Daily Horoscope
ধনু রাশি
  • ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): বহুদিনের পুরোন বন্ধুত্ব সামান্ন ভুল বুঝাবুঝির কারনে ভেঙ্গে যেতে পারে। দিনটি বড় ভাই বোনের সাথে জটিলতার। চাকরিজীবীদের বক্র পথে কিছু আয় রোজগার হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে সতর্কতার সাথে লেনদেন করুন।
Daily Horoscope
কন্যা রাশি
  • কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): ব্যবসায় আজ ঝামেলা দেখা দেবে। হিসাব সংক্রান্ত ভুলের কারনে ক্ষতির সম্মূখীন হতে পারেন। শ্যালক শ্যালিকার সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা।আজ আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে। রহস্যজনক আয় রোজগারে সফল হতে পারবেন।
Daily Horoscope
মকর রাশি
  • মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): প্রভাবশালী ব্যক্তির বিশ্বাস ঘাতকতা আপনাকে ভোগাবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে দূর্ণাম বদনাম দেখা দিতে পারে। আজ কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাথে জটিলতায় জড়িয়ে যাবেন।
Daily Horoscope
মৃন রাশি
  • মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ ব্যাংক ঋণ লাভের দিন। শেয়ার ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে। কারো সাথে ঝগড়া বিবাদে জড়ালে মামলা মোকর্দ্দমা পর্যন্ত হতে পারে। দূর্ঘটনা থেকে সতর্ক থাকবেন। পুলিশী হয়রাণির কারনে আজ রহস্যজনক ব্যয় হতে পারে।
Daily Horoscope
কুম্ভ রাশি
  • কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকের সাথে ঝামেলা এড়াতে হবে। শিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য সফল হতে পারবেন। ভাগ্য উন্নতির ক্ষেত্রে সফল হতে নিজের উপর আস্থা রাখতে হবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Advertisements

Related Articles