লাইফস্টাইল
Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন? একনজরে দেখে নিন আজকের রাশিফল
চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল।
Advertisement

Advertisements
Daily Horoscope : সূর্যের অবস্থানের উপর নির্ভর করে রাশিফলের গণনা, তাই জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির (Horoscope) জাতক বা জাতিকা।
এক নজরে
আজ শনিবার ২৭ মে ২০২৩
যদি আজকে আপনার জন্মদিন হয় তবে সেইক্ষেত্রে পাশ্চাত্য মতে আপনার রাশি (Horoscope) মিথুন।
Horoscope (রাশিফল)
২৭ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর মঙ্গল ও বুধ গ্রহের প্রভাব বর্তমান। তবে মঙ্গলের অবস্থান প্রবল। আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। ৭মী তিথি ভোর ৫:৫৯ পর্যন্ত পরে ৮মী তিথি চলবে।
- আপনার জন্য শুভ সংখ্যা : ৯,১৮,২৭
- আপনার জন্য শুভ গ্রহ ও বার: মঙ্গল ও বুধ।
- আপনার জন্য শুভ রত্ন : রক্তপ্রবাল ও পান্না।
- আপনার জন্য আজকের দিনের শুভ রং : লাল ও সবুজ। শুভ কাজে এই রঙের পোশাক পড়লে ভালো ফল পাবেন।
- জ্যোতিষ গণনা অনুসারে আজ আপনার জন্য শুভ মূহুর্ত – সকাল: ৯:৫২-১২:৩৪, বিকাল: ৪:০২-৬:৪২ রাত: ৭:৩৪-৮:১৪, ১১:৪৬-১:৫২, ৩:১৮-৫:২৫ পর্যন্ত।
Horoscope অনুযায়ী কেমন যাবে আজকের দিন:

- মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): নিজের মেধাকে কাজে লাগাতে পারলেই আজ সাফল্যর দেখা পাওয়া যাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগী হওয়া প্রয়োজন। প্রেম ভালোবাসায় সাফল্য পাবেন। সন্তানের সাথে সম্পর্কের জটিলতা কমাতে হবে।

- মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে। অনৈতিক কোনো কাজ না করাই উত্তম। শরীর স্বাস্থ্য ভোগাবে। একটু সতর্ক থাকবেন। গোপন শত্রুতা বিষয়ে নজর রাখতে হবে।

- মিথুন রাশি (২১ মে – ২০ জুন): সকল প্রকার ব্যবসায়ীক যোগাযোগে অগ্রগতি। বিদেশ থেকে কাঙ্খীত সংবাদ পেতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে আউটসোর্সিং একটি প্রধান মাধ্যম হতে পারে। ই-কমার্স ব্যবসায় নতুন নতুন অর্ডার লাভ।

- কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): খুচরা পাইকারী ব্যবসায় লাভবান হবেন। আজ আত্মীয় বাড়িতে নিমন্ত্রিত হতে হবে। হোটেল ও মোটেল ব্যবসায়ীদের কিছু আয় রোজগারের আশা। বাড়িতে আত্মীয়দের আগমন যোগ। বাড়তি আয়ের কারনে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন।

- সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): আজ আপনার কর্মক্ষেত্রে প্রতিযোগীতার সম্মূখীন হতে হবে। ব্যবসা বাণিজ্যে দ্রুত কোনো সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন পড়বে। পারিবারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে বিরোধ এড়িয়ে চলুন।

- বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): দিনটি পারিবারিক কাজে অগ্রগতির। আত্মীয়দের সাথে চলমান বিরোধ মিটে যাবে। আজ প্রত্যাশা পূরণের আশা। যানবাহন ক্রয় বা উপহার পেতে পারেন। গৃহের জন্য কিছু আসবাব ক্রয় করতে হবে।

- তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): ব্যবসায়ীক ক্ষেত্রে ভালো আয়ের সুযোগ আসবে। বকেয়া কোনো বিল আদায়ে সফল হবেন। আর্থিক উন্নতিতে চাকরিজীবীরা আজ সফল হবেন। বাড়িতে বন্ধুদের আগমন হবে। বড় ভাই এর সাহায্য লাভের দিন।

- কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): দিনটি দূরের যাত্রায় অনুকূল। জীবীকার জন্য বিদেশ যেতে পারেন। বহুদিনের পুরোন কোনো জটিলতার সমাধান হবে। ট্রান্সপোর্ট ব্যবসায় লাভের আশা।

- বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা। সাংসারিক কোনো জটিলতায় পিতার পরামর্শ কাজে আসবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভের দিন।

- মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): ব্যাক্তিগত পাওনাদারের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি হবে। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ থেকে কিছু আয় রোজগারের দিন। ব্যবসায়ীক ক্ষেত্রে আজ সফল হতে পারবেন। পরধন প্রাপ্তির যোগ।

- কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): দাম্পত্য জীবনে অনাকাঙ্খীত কিছু পরিস্থিতির উদয় হবে। আজ আপনার প্রতিটি ক্ষেত্রে প্রবল ধৈর্য্যর পরীক্ষা দিতে হবে। মানসিক ভাবে অস্থির থাকতে পারেন।

- ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ভাগ্য উন্নতির আশা। আজ উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার কোনো পরীক্ষার সম্মূখীন হবেন। আমদানী রপ্তাণী বাণিজ্যে আশানুরুপ ভালো ফল লাভ। ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে হবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে