লাইফস্টাইল
Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন? একনজরে দেখে নিন আজকের রাশিফল
চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল।

Advertisements
Daily Horoscope : সূর্যের অবস্থানের উপর নির্ভর করে রাশিফলের গণনা, তাই জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির (Horoscope) জাতক বা জাতিকা।
আজ সোমবার ২৯ মে ২০২৩
যদি আজকে আপনার জন্মদিন হয় তবে সেইক্ষেত্রে পাশ্চাত্য মতে আপনার রাশি (Horoscope) মিথুন।
Daily Horoscope (রাশিফল)
Advertisements
২৯ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর বুধ ও চন্দ্র গ্রহের প্রভাব বর্তমান। তবে চন্দ্রর অবস্থান প্রবল। আজ চন্দ্র সিংহ রাশিতে, রাত: ৭:৪৭ থেকে সিংহ রাশিতে অবস্থান করবে। ১৯মী তিথি সকাল: ৯:৩২ পর্যন্ত পরে ১০মী তিথি চলবে।
- আপনার জন্য শুভ সংখ্যা : ২,১১,২০,২৯
- আপনার জন্য শুভ গ্রহ ও বার: সোম ও বুধ।
- আপনার জন্য শুভ রত্ন : মুক্তা ও পান্না।
- আপনার জন্য আজকের দিনের শুভ রং : সাদা ও সবুজ। আজ আপনার জন্য সাদা ও সবুজ বর্ণ সৌভাগ্য বয়ে আনবে। শুভ কাজে এই রঙের পোশাক পড়লে ভালো ফল পাবেন।
- জ্যোতিষ গণনা অনুসারে আজ আপনার জন্য শুভ মূহুর্ত সকাল: ভোর: ৯:০০-১০:৪৬, রাত: ৯:৩৮-১২:২৯, ১:৫২-৩:২০, ৪:০০-৪:৪২ এর মধ্যে। এই সময় নিজের বিশেষ কাজগুলি সেরে ফেলুন।
Horoscope অনুযায়ী কেমন যাবে আজকের দিন :
- মিথুন রাশি (২১ মে – ২০ জুন): বাড়িতে আত্মীয় স্বজনের আগমন ঘটবে। গৃহস্থালী কাজে প্রভাবশালী আত্মীয়র সাহায্য পাবেন। পারিবারিক প্রত্যাশা পূরণ হবে আজ। স্থাবর সম্পত্তি ও যানবাহন লাভের চেষ্টা সফল হবে। গৃহে ব্যবহারের জন্য বৈদ্যুতিক যন্ত্রাদি ক্রয় করতে পারেন।

- বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর):চাকরিজীবীদের বাড়তি আয় রোজগারের সুযোগ আসবে। বড় ভাই বোনের সাথে চলমান জটিলতা দূর হয়ে যাবে। বন্ধুদের সাহায্য পাওয়ার আশা। আদায় হবে বকেয়া বিল।ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে।

- বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): প্রেম ভালোবাসায় সাফল্য আসবে। সন্তানের উচ্চ শিক্ষা বিষয়ে চলতে থাকা জটিলতা কেটে যাবে।সৃজনশীল মেধার জন্যই আজ কর্মে কোনো উন্নতি আশা করতে পারেন। শিল্প কলার কাজে জড়িতদের দিনটি সাফল্য লাভের।

- মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা হতে পারে। অনৈতিক কর্মকান্ড ও রাগ জেদ পরিহার করে চলুন।দিনটি কর্মক্ষেত্রে কিছুটা জটিলতার। কাজে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য প্রয়োজন হবে।

- কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। অংশিদারী কোনো কাজে আজ সফল হতে পারবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

- কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): বৈদেশিক যোগাযোগে সফল হবেন। আজ গনমাধ্যম কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। নিজের ও ব্যবসায়ীক প্রচার প্রচারনায় আজ সফল হবেন। নিজের ব্যবহারের জন্য প্রযুক্তি সম্পর্কিত কোনো যন্ত্র ক্রয় করতে পারেন।

- সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): বকেয়া টাকা আদায়ে সফল হবেন। আজ আয় রোজগার বৃদ্ধির দিন। আজ বকেয়া টাকা আদায়ে সফল হতে পারবেন। হোটেল রেস্তোরা ব্যবসায় ভালো আয় রোজগার হবে।

- তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর):আমদানী রপ্তাণী বাণিজ্যে সাফল্য লাভের দিন। প্রবাসীদের আজ কর্মে সাফল্য লাভের আশা। ভিসা সংক্রান্ত জটিলতা দূর হয়ে যাবে। গৃহস্থালী ব্যয় বৃদ্ধি পাবে। বৈদেশিক কাজে সাফল্য লাভের দিন।

- ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): পিতার সাথে কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে পারেন।কর্মক্ষেত্রে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাওয়া যাবে। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ঝামেলা পূর্ণ। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে।

- মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সাংসারিক জটিলতা দূর হয়ে যাবে। ব্যবসায়ীক কাজে সাফল্য লাভের দিন। অংশিদারী কাজের পেছনে কিছু অর্থ ব্যয় হবে। আপনার ধৈর্য্য ও অভিজ্ঞতা দিয়ে আসন্ন সঙ্কট মোকাবেলা করতে পারবেন।

- কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ফেব্রুয়ারি): রাস্তাঘাটে সাবধানে চলুন আজ। ব্যবসায়ীক কাজের জন্য কিছু টাকা ঋণ করতে পারেন। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাফল্য লাভের দিন। শেয়ার ব্যবসায় কিছু আয় রোজগার হবে।

- মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): বিদ্যার্থীদের উচ্চ শিক্ষায় বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য লাভের দিন। দিনটি বিদেশ যাত্রার জন্য উত্তম। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে