লাইফস্টাইল

Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন? একনজরে দেখে নিন আজকের রাশিফল

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল।

Advertisements

Daily Horoscope : রাশিফলের গণনা নির্ভর করে সূর্যের অবস্থানের উপর। সেই কারণেই একজন ব্যাক্তির জন্মদিন অনুসারে বোঝা যায় সেই ব্যক্তি কোন রাশির (Horoscope) জাতক বা জাতিকা।

আজ শনিবার ৩ জুন ২০২৩

Advertisements

যদি আপনার আজকে জন্মদিন হয়ে থাকে তবে পাশ্চাত্য মত অনুসারে আপনি মিথুন রাশির (Horoscope) জাতক, জাতিকা ।

Horoscope (রাশিফল)

Daily Horoscope

  • ৩ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর প্রভাবকারী গ্রহ হল বুধ ও বৃহস্পতি।  তবে বৃহস্পতির প্রভাব অধিক। আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ১৪শী তিথি সকাল: ১০:৪৭ পর্যন্ত পরে পূর্ণিমা তিথি চলবে।
  • জ্যোতিষ শাস্ত্র মতে আজকে আপনার জন্য সু-সময়: সকাল: ৫:২৫-৬:১৮,৯:৫২-১২:৩৪, বিকাল: ৪:০৮-৬:৪৪ রাত: ৭:৩৫-৮:১৬, ১১:৪৬-১:৫২, ৩:১৮-৫:২৪ এর মধ্যে। এই সময় নিজের সমস্ত শুভ কাজ সম্পর্ণ করে রাখুন।
  • আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি।
  • আপনার জন্য শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০।
  • আপনার জন শুভ রত্ন: পান্না ও পোখরাজ।
  • আজকের দিনে আপনার জন্য শুভ রং : সবজু ও হলুদ। কোনো শুভ্যকর্মে গেলে এই রঙের পোশাক পড়ুন কাজে মনপুত ফলপ্রাপ্তি ঘটবে।

Horoscope অনুযায়ী কেমন যাবে আজকের দিন:

Daily Horoscope
বৃষ রাশি
  • বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): অংশিদারী ব্যবসা বাণিজ্যে অগ্রগতির আশা। দিনটি দাম্পত্য সুখ শান্তির। জীবন সাথীর জন্য কেনাকাটায় অর্থ ব্যয় হবে। দম্পতিরা কোথাও ঘুড়তে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল।
Dairy Horoscope
মিথুন রাশি
  • মিথুন রাশি (২১ মে – ২০ জুন): কর্মক্ষেত্রে আপনাকে খুব সতর্ক হতে হবে। সহকর্মী কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। পুরোন কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করুন। সমালোচকেরা আজ আপনার বিরুদ্ধে তৎপর হয়ে উঠবে।
Daily Horoscope
মেষ রাশি
  • মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল): ব্যবসায়ীক কাজে পরনির্ভরতা কমাতে হবে। বিনিয়োগে সতর্ক থাকলে ভালো। উইলকৃত ধন সম্পদ লাভের যোগ।চিকিৎসকের সাহায্য নিতে পারেন। আজ আর্থিক ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি পাবে। পাওনাদারের সাথে আলোচনা সফল হওয়ার দিন।
Daily Horoscope
কন্যা রাশি
  • কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): ছোট ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয়। দিনটি বৈদেশিক যোগাযোগের জন্য বলবান। বস্ত্র ও স্বার্ণালঙ্কার ব্যবসায় ভালো আয়ের আশা। পাড়া প্রতিবেশীর সাথে চলমান বিরোধ মিটিয়ে নিতে পারবেন। গণমাধ্যমে কাজের সুযোগ আসবে।
Daily Horoscope
কর্কট রাশি
  • কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কিছু সৃজনশীল কাজের বকেয়া বিল আদায়।শৈল্পিক কাজের জন্য সম্মানিত হবেন। সন্তানের পড়াশোনা নিয়ে চলতে থাকা জটিলতা কমে যাবে। চারুকলার শিক্ষার্থীদের নিজের মেধা যাচাইয়ের সময । প্রেমিক প্রেমিকাদের মিলনের দিন।
Dairy Horoscope
সিংহ রাশি
  • সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): আয় রোজগারে অগ্রগতির আশা। আত্মীয় বিরোধ মিটিয়ে নিতে পারলে পৈত্রীক স্থাবর সম্পত্তি বিষয়ে সমাধান হবে । বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। আজ গৃহস্থালী জীবনে মায়ের সাহায্য পাবেন।
Daily Horoscope
বৃশ্চিক রাশি
  • বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আপনার কাজের বিরোধীরা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। গৃহস্থালী কাজে আজ ব্যস্ত থাকবেন। হারানো সম্মান মর্যাদা পূণরুদ্ধারের দিন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন।
Daily Horoscope
ধনু রাশি
  • ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। পরিবহন ব্যবসায় আশানুরুপ আয় রোজগার। তবে প্রশাসনিক ব্যক্তির দ্বারা অর্থ হানি। ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। প্রবাসীদের আর্থিক ক্ষেত্রে সাফল্য লাভের দিন। সকাল সকালই দূরের যাত্রা যোগ প্রবল।
Daily Horoscope
তুলা রাশি
  • তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : আজ গৃহস্থালী আলোচনায় আপনি সফলতা পাবেন। বাড়িতে আত্মীয় কুটম্বদের আগমন হবে। দিনটি আর্থিক প্রচেষ্টায় অগ্রগতির। ধারের টাকা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় বিনিয়োগে অগ্রগতি।
Daily Horoscope
মকর রাশি
  • মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি ): আজ বন্ধুদের সাথে দেখা সাক্ষাতের যোগ। ঠিকাদারী কাজের বকেয়া বিল আদায়ে অগ্রগতি।ব্যবসায়ীক ক্ষেত্রে বড়ভাই এর সাহায্য প্রয়োজন হবে। সাংসারিক বিষয়ে বন্ধুর পরামর্শে উপকৃত হবেন।
Daily Horoscope
মৃন রাশি
  • মৃন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): দিনটি ভাগ্য উন্নতির। বিদ্যার্থীরা শিক্ষকের সাহায্য পেতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রায় সফল হবেন। অসমাপ্ত উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য লাভের দিন।
Daily Horoscope
কুম্ভ রাশি
  • কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): হারানো সম্মান ফিরে পাবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের দিন। চাকরি বিষয়ে কোনো পরীক্ষার ফল আপনার অনুকূলে আসবে।পিতার দোয়া ও আশীর্বাদ লাভের আশা। রাজণৈতিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে সম্মানিত হওয়ার দিন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles