লাইফস্টাইল
Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন? একনজরে দেখে নিন আজকের রাশিফল
চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল।

Advertisements
Daily Horoscope : সূর্যের অবস্থানের উপর নির্ভর করে রাশিফলের গণনা, তাই জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির (Horoscope) জাতক বা জাতিকা।
আজ শুক্রবার ২৬ মে ২০২৩
যদি আজকে আপনার জন্মদিন হয় তবে সেইক্ষেত্রে পাশ্চাত্য মতে আপনার রাশি (Horoscope) মিথুন।
Horoscope (রাশিফল)
Advertisements
২৬ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর বুধ ও শনি গ্রহের প্রভাব বর্তমান। তবে শনির অবস্থান প্রবল। আজ কর্কট রাশি, রাত: ৭:৪৭ থেকে সিংহ রাশিতে অবস্থান করবে।
- আপনার জন্য শুভ সংখ্যা : ৮,১৭,২৬
- আপনার জন্য শুভ গ্রহ ও বার: বুধ ও শনি।
- আপনার জন্য শুভ রত্ন : নীলা ও পান্না।
- আপনার জন্য আজকের দিনের শুভ রং : নীল ও সবুজ। শুভ কাজে এই রঙের পোশাক পড়লে ভালো ফল পাবেন।
- জ্যোতিষ গণনা অনুসারে আজ আপনার জন্য শুভ মূহুর্ত সকাল: ৬:১৮-৭:১২, ৯:৫৩-১০:৪৭, দুপুর: ১২:৩৪-৩:১৫, বিকাল: ৬:৪১-৮:৫৭ রাত: ১:১০-৩:১৮,৪:০০-৫:২৫ এর মধ্যে। এই সময় নিজের বিশেষ কাজগুলি সেরে ফেলুন।
Horoscope অনুযায়ী কেমন যাবে আজকের দিন :

- মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আজ আপনাকে পারিবারিক দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। আজ গৃহে আত্মীয় স্বজনের আগমন যোগ আছে । মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে পরিবারের সদস্যের সাথে মতবিভেদ তৈরি হতে পারে।

- কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজকে আপনার অত্যন্ত শুভ সম্ভাবনাময়। সামাজিক ও সাঙ্গঠনিক ভাবে নিজেকে নতুন করে চেনার সময়। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভের কারনে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নিজের অন্তরের জড়তা কাটাতে হবে।

- সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): আজকের দিনে হয়েছে দূরবর্তী ভ্রমনের সম্ভাবনা। কাজের চাঁপে যারা ক্লান্ত, তাঁরা কোথাও বেড়াতে যেতে পারেন। প্রবাসী কারো সাথে দেখা সাক্ষাতের দিন। যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত তাদের অফসিজন হলেও আজ ভালো আয় হবে।

- বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): আজ বৈদেশিক কাজে সফল হওয়ার সময়। বস্ত্র ব্যবসায় আজ উন্নতি করতে পারবেন। প্রতিবেশীর সাথে আজ একত্রে কোনো কাজ করতে পারেন। ছোট ভাই বোনের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নানা জনের নানা কথা শুনতে হবে।

- কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): বড় ভাই বোনের প্রতি আস্থা রাখতে হবে। অহেতুক কারো সাথে দ্বন্দ্বে না জড়ানোই ভালো। আজ বহুদিন পর বন্ধুদের সাথে আড্ডা জমে উঠবে। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ে সফল হবেন।

- মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আত্মীয় কুটম্বদের সাথে ভাঙ্গা সম্পর্কগুলো জোড়া লাগানোর দিন। পুরোন মান অভিমান ভুলে সম্পর্কের উন্নতি ঘটবে। সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে হবে। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশানুরুপ লাভের আশা।

- তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি। পিতার সাথে বহুদিন পর মনখুলে কথা বলতে পারবেন। বেকারদের সরকারী চাকরির পরীক্ষায় সাফল্য লাভের দিন। নিজের সম্মান আদায় করে নিতে হবে। অহংকারী লোকের সাথে তর্কে জড়ানোর আশঙ্কা।

- বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজ ভাগ্যদেবী আপনার প্রতি প্রসন্ন। জীবনে আসবে উন্নতির সুযোগ। আধ্যাত্মীক ব্যক্তির সাথে যোগাযোগ বাড়তে পারে। বিদেশ থেকে আসবে ভালো কোনো সংবাদ। বেকারত্বের জন্য পিতামাতা বিদেশ যাওয়ার কথা বলবে।

- মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): জীবন সঙ্গীর সাথে একটু ভালো ব্যবহার আপনার জীবনকে স্বর্গ বানিয়ে দেবে। অকারন সন্দেহ ও আর অবিশ্বাস জীবনে ভয়ানক রূপ নেবে। ভাবনা আপনার আপনি কোথায় থাকতে চান। অবিবাহিতদের আজ বিয়ের যোগ প্রবল।

- ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আপনার ভাবাবেগই আজ আপনার বড় শত্রু। নিজেকে সকল প্রকার মান অভিমান ও রাগ জেদ থেকে দূরে রাখতে হবে। ঝুঁকিপূর্ণ কোনো খেলাধুলায় অংশ না নেওয়াই ভালো হবে। আজ পাওনাদারের সাথে আলোচনা ফলপ্রসূ হতে পারে।

- মীন রাশি (১৯ ফেব্রুয়ারি -২০ মার্চ): আজ প্রেমিক হৃদয় সবসময় খুঁজবে ভালোবাসা। তবে সেই ভালোবাসা এত সহজলভ্য নয়। আজ সৃজনশীল পেশায় ভালো আয়ের দিন। শিল্পী ও সাহিত্যিকদের আজ সম্মান মর্যাদা বৃদ্ধির দিন। সন্তানের কোনো অপরাধ ক্ষমা করে তাকে সুযোগ দিতে হবে।

- কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজকের দিনটি আপনার জন্য শুভ সম্ভাবনাময়। তবে অপরের প্রতি আপনার ব্যবহারই নির্ধারন করবে আপনার অগ্রগতি। সকলের সাথে ভালো ব্যবহার করুন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে