লাইফস্টাইল

Krishna Janmashtami 2023: জন্মাষ্টমীতে রাশিচক্র মেনে করুন এই কাজগুলি, কৃষ্ণের আশীর্বাদে সব মনোবাঞ্ছা হবে পূর্ণ

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বিষ্ণুর দশম অবতার রূপে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ।

Advertisements

Krishna Janmashtami: কৃষ্ণ জন্মাষ্টমী (Krishna Janmashtami) হিন্দুদের মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বিষ্ণুর দশম অবতার রূপে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই এই উৎসবের নাম জন্মাষ্টমী। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর বুধবার। সেই সময় আকাশে ছিল রহিনি নক্ষত্র আর এই নক্ষত্র অনুসারেই পালন করা হয়ে থাকে জন্মাষ্টমী।

Krishna Janmashtami 2023

Janmashtami

Advertisements

চলতি বছরে জন্মাষ্টমী পড়েছে দুই দিন ৬ই এবং ৭ই সেপ্টেম্বর অর্থাৎ দুইদিনব্যাপী পালিত হবে জন্মাষ্টমী উৎসব। স্মার্ত সম্প্রদায়ের মানুষেরা জন্মাষ্টমী পালন করবেন ৬ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর অষ্টমী তিথি সূচনা হবে দুপুর ৩টে ৩৮ মিনিটে যা শেষ হবে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৪টে ১৫ মিনিটে। এই কারণে ৬ সেপ্টেম্বর পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। জন্মাষ্টমী পুজোর শুভ সময় মাঝরাত ১২টা ২ মিনিট থেকে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।

Janmashtami

Advertisements

তবে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা উপবাস করবে ৭ই সেপ্টেম্বর। পুজো হবে ৭ই সেপ্টেম্বর ভোর ৬টা ৯ মিনিটের পর। জন্মাষ্টমী শুভ তিথিতে শ্রীকৃষ্ণের শিশুরূপের পূজা করা হয়ে থাকে। বিশ্বাস করা হয়, এই শুভ দিনে রাশিচক্র অনুসারে, কিছু বিশেষ প্রতিকার করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি লাভ করা যায় এবং শ্রীকৃষ্ণ তার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। আজকের প্রতিবেদনে রাশিচক্র অনুসারে কোন রাশির জাতক-জাতিকাদের কী কী ব্যবস্থা নেওয়া উচিত রইল তার বিস্তারিত আলোচনা।

Do these remedies according to zodiac on Krishna Janmashtami Day

  • মেষ (Aries) : সুখ সমৃদ্ধির জন্য আজ মেষ রাশির সকল জাতক-জাতিকাদের লাল চন্দনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। মনে করা জয়, এতে ভগবান মনের ইচ্ছা পূরণ করবেন।
  • বৃষ (Taurus) : বৃষ রাশির জাতক-জাতিকারা আজ ভগবান শ্রীকৃষ্ণকে গোপী চন্দনের তিলক লাগলে সন্তান সংক্রান্ত যাবতীয় সমস্যা দূরীভূত হবে।
  • মিথুন (Gemini): মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক সমস্যা দূরীকরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী জল ও মঞ্জরী নিবেদন করা উচিত। এতে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়।
  • কর্কট (Cancer) : কর্কট রাশির জাতক-জাতিকারা আজ ভগবান শ্রীকৃষ্ণকে কাঁচা গরুর দুধ দিয়ে অভিষেক করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং ভক্তদের সকল কষ্ট দূর করেন।

Janmashtami

  • সিংহ (Leo): জন্মাষ্টমী তিথিতে সিংহ রাশির জাতক-জাতিকারা ভগবান শ্রী কৃষ্ণকে ধাতব বাঁশি নিবেদন করলে শ্রী কৃষ্ণের কৃপা লাভ করবেন এবং ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে।
  • কন্যা (Virgo): কন্যা রাশির জাতক-জাতিকারা জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজার সময় ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্জিরি নিবেদন করুন। বিশ্বাস করা হয়, এই প্রতিকার করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে।
  • তুলা (Libra): কৃষ্ণ জন্মাষ্টমীর দিন তুলা রাশির জাতক জাতিকাদের পূজার পর বাল-গোপালকে মাখন-মিশ্রী নিবেদন করা উচিত। যা ব্যবসায় সম্পদ এবং সাফল্য নিয়ে আসবে।
  • বৃশ্চিক (Scorpio): বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা শ্রী কৃষ্ণকে মধু দিয়ে অভিষেক করতে পারেন। এই প্রতিকারে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এবং ঘরে সুখ-শান্তি বিরাজ করে।
  • ধনু (Sagittarius): জন্মাষ্টমীর শুভ তিথিতে ধনু রাশির জাতক-জাতিকাদের ভগবান শ্রীকৃষ্ণের পূজায় হলুদ ফুল এবং পিতাম্বর অর্পণ করা উচিত। এই প্রতিকারে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়।
  • মকর (Capricorn): মকর রাশির জাতক-জাতিকাদের কৃষ্ণ জন্মোৎসবের সময় মকর রাশির জাতক-জাতিকাদের ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক অর্পণ করা উচিত। এতে এই রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং উন্নতির পথে এগিয়ে যাবেন।

জন্মাষ্টমীর শুভ দিনে ভাগ্য সহায় হবে কোন রাশির? রইল আজকের রাশিফল 

Janmashtami

  • কুম্ভ (Aquarius): জন্মাষ্টমীর শুভ তিথিতে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভগবান শ্রীকৃষ্ণকে গঙ্গাজল দিয়ে অভিষেক করানো উচিত। এই প্রতিকারের মাধ্যমে জীবন থেকে সমস্ত ঝামেলা দূরীভূত হবে।
  • মীন (Pisces): মীন রাশির জাতক-জাতিকাদের জন্মাষ্টমীর দিন হলুদ গাভীর দুধ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করা উচিত। এতে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles