খবর

Dog Aadhar Card: এবার কুকুরদের জন্যও বানাতে হবে আধার কার্ড! জেনে নিন বিস্তারিত

একটি কিউআর কোডের (QR Code) মাধ্যমেই জেনে নেওয়া যাবে পথ চলতি কুকুরদের বিস্তারিত তথ্য।

Advertisements

Aadhar Card For Dogs: বিপথগামী কুকুরদের জন্য এক নয়া প্রয়াস! একটি কিউআর কোডের (QR Code) মাধ্যমেই জেনে নেওয়া যাবে পথ চলতি কুকুরদের বিস্তারিত তথ্য (Dog Aadhar Card)। এমনই এক নয়া উদ্যোগ নিল মুম্বাইয়ের জনপ্রিয় কোম্পানির ইঞ্জিনিয়ার । তার এই ভাবনাকে একেবারেই নয়া প্রয়াস বলে আখ্যা দেওয়া যেতে পারে। মুম্বাইয়ের ইঞ্জিনিয়ার অক্ষয় রিডলান (Akshay Ridlan), একটি নতুন আইকার্ডের প্রচলন করল শুধুমাত্র কুকুরদের জন্য। যেই আইকার্ডে দেওয়া থাকবে একটি মাত্র কিউআর কোড। তবে কেন এই আই কার্ড, কী হবে এই আইকার্ডের মাধ্যমে, অনেকেরই এ ব্যাপারে জিজ্ঞাসা থাকতে পারে (Dog Aadhar Card)!

  • Dog Aadhar Card

Role of The Collar

Aadhar Card

আই কার্ডের ভূমিকা

তথ্য অনুযায়ী জানা গেছে, ওই ইঞ্জিনিয়ারের বানানো আইকার্ডটিতে যে কিউআর কোডটি দেওয়া থাকবে, তাতে ওই নির্দিষ্ট কুকুরটি যাবতীয় তথ্য দেওয়া থাকবে (Dog Aadhar Card)। এর ফলে যখনই কেউ ওই কোডটি স্ক্যান করবে, তখনই সে ওই কুকুরটির সম্পর্কে যাবতীয় তথ্য জেনে যাবে।

Advertisements

Dog Aadhar Card

মানুষের ক্ষেত্রে যেমন আধার কার্ড ভূমিকা রাখছে, একইভাবে ওই আই কার্ডটি বিভিন্ন প্রজাতির কুকুরদের ওপর একই রকম ভূমিকা রাখবে বলেই ধারণা।

এছাড়া বলা বাহুল্য এই আই কার্ডটির মূল্য অত্যন্ত কম। মাত্র ১৫০ টাকা, যার মধ্যে আই কার্ডটির ডেলিভারি চার্জও ধরা রয়েছে।

Idea

Aadhar Card

কিভাবে শুরু হল এই নয়া প্রচেষ্টা?

মাত্র ২৪ বছর বয়সী ওই ইঞ্জিনিয়ার ছেলেটি এই নয়া উদ্যোগের সৃষ্টিকর্তা। সে একবার দেখেছিল তার লোকালয়ের একটি কুকুর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এরপর বহু খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি! সেই থেকে তার মাথায় এমন বুদ্ধির উদ্ভব।

আধার কার্ডে যে QR কোড থাকে সেটি কি কাজে লাগে? জানেন না ৯৯% মানুষই

Information

Dog Aadhar Card

কিউআর কোডে কী কী দেওয়া থাকবে?

প্রত্যেকটি কুকুরের আলাদা আলাদা কিউআর কোড তৈরি হবে এবং সেগুলিতে ওই নির্দিষ্ট কুকুরটির নাম, যাবতীয় তথ্য, ডাক্তারের রেকর্ড সহ বিভিন্ন কিছু ইতিহাসের মতো করে দেওয়া থাকবে।

এছাড়া ওই কুকুরটির লোকালয়ের আশেপাশের মানুষের ফোন নাম্বার কিংবা যে তার দেখভাল করে তার নাম্বারও দেওয়া থাকবে, ওই কিউআর কোড এর মধ্যে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles