Uncategorized

Driest Place on Earth: বিশ্বের কোন শহরে এক ফোঁটাও বৃষ্টি হয় না? উত্তর জানেনা 99 শতাংশ মানুষ

উত্তরটা দিতে পারবেন না 99 শতাংশ মানুষ।

Advertisements

Driest Place on Earth : বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তর কমবেশি প্রায় সকলেই জানেন। তবে বিশ্বের সবচেয়ে শুকনো (Driest Place on Earth) শহরের নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হয়তো উত্তরটা দিতে পারবেন না 99 শতাংশ মানুষ। প্রতিবছরই ভারতীয় উপমহাদেশ জুড়ে বৃষ্টির পরিমাণ থাকে সবচেয়ে বেশি। আর সে কারণেই জলে ভরে যায় মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরুর মতো শহরগুলি। তবে আমাদের এই বিশ্বে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বৃষ্টি হয় ছিটেফোঁটা। আবার কোন কোন জায়গায় বৃষ্টির দেখাই পাওয়া যায় না। আর সে কারণেই বিশ্বের সবচেয়ে শুকনো শহর (Driest Place on Earth) বলা হয় এই শহরগুলিকে।

Driest Place on Earth

Driest Place on Earth

Advertisements

আসওয়ান: গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয় আসওয়ানে। পিরামিডের দেশ মিশরের এই এলাকায় বছরে ছিটেফোঁটা বৃষ্টির দেখা মেলে। বলা বাহুল্য, এখানকার আবহাওয়া থাকে মরুভূমির মতো।

Driest Place on Earth

Advertisements

তিম্বুকটু: আফ্রিকার দেশ মালির একটি ছোট্ট শহরের নাম তিম্বুকটু। বিশ্বের সবচেয়ে শুকনো শহরের তালিকায় এই জায়গা রয়েছে দ্বিতীয় স্থানে। সারা বছর এখানে থাকে খরা পরিস্থিতি। আর যার প্রভাব পড়ে তার চাষাবাদে। আসলে মালির এই এলাকা সাহারা মরুভূমি সংলগ্ন আর সে কারণেই বছরের কোন সময় সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায় না এখানে।

Driest Place on Earth: বিশ্বের কোন শহরে এক ফোঁটাও বৃষ্টি হয় না? উত্তর জানেনা 99 শতাংশ মানুষ

মিশরের কায়েরো: বৃষ্টিবিহীন শহরের তালিকায় নাম রয়েছে মিশরের কায়েরোর। মরুভূমির মাঝে গড়ে উঠেছে সুপ্রাচীন মিশরীয় সভ্যতার এই শহর।

Driest Place on Earth: বিশ্বের কোন শহরে এক ফোঁটাও বৃষ্টি হয় না? উত্তর জানেনা 99 শতাংশ মানুষ

ইরাকের বাগদাদ: তালিকায় নাম রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত শহর ইরাকের বাগদাদ।

Driest Place on Earth: বিশ্বের কোন শহরে এক ফোঁটাও বৃষ্টি হয় না? উত্তর জানেনা 99 শতাংশ মানুষ

রিয়াধ: কম বৃষ্টি হয় সৌদি আরবের রাজধানী রিয়াধে। পাশাপাশি সৌদি আরবের মক্কাতেও অত্যন্ত কম পরিমাণে বৃষ্টি হয়। আর সে কারণেই গরমের পরিমাণ এই শহরে অনেক বেশি।

Driest Place on Earth: বিশ্বের কোন শহরে এক ফোঁটাও বৃষ্টি হয় না? উত্তর জানেনা 99 শতাংশ মানুষ

দুবাই: আরব মুলুকের শহরের মধ্যে কম বৃষ্টিপাতের শহর বললে প্রথমেই নাম আসে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ের।

পৃথিবীর এই ৫ জায়গায় ২৪ ঘন্টাই দিন, রাত কি জানেন না এখানকার বাসিন্দারা

Driest Place on Earth: বিশ্বের কোন শহরে এক ফোঁটাও বৃষ্টি হয় না? উত্তর জানেনা 99 শতাংশ মানুষ

লিমা: তালিকায় রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমা।

Driest Place on Earth: বিশ্বের কোন শহরে এক ফোঁটাও বৃষ্টি হয় না? উত্তর জানেনা 99 শতাংশ মানুষ

অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিং: মরুভূমির মাঝে গড়ে উঠেছে অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিং শহর। ফলে এই শহরেও বৃষ্টি হয় নাম মাত্র।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles