
Viral Video: নন্দিনীদির পাইস হোটেলের নাম শোনেননি আপাতত এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সোশ্যাল মিডিয়ার দৌলতে চারিদিকে ছড়িয়ে গিয়েছে নন্দিনীদির নাম। ডালহৌসি চত্বরে একটি পাইস হোটেল চালান নন্দিনীদি। প্রতিদিনই তার পাইস হোটেলে খাবার খেতে লম্বা লাইন পরে অফিস পাড়ার লোকেদের। নন্দিনীদের পাইস হোটেলে ইতিমধ্যেই পা পড়েছে তৃণমূল নেতা মদন মিত্র। এমনকি সুদুর বাংলাদেশ থেকেও নন্দিনীদের পাইস হোটেলে খেয়ে গেছেন মানুষজন। এছাড়াও আনাগোনা লেগেই রয়েছে বিভিন্ন ইউটিউবার ব্লগারদের।
তবে এইবার বাজারে এলো নতুন প্রতিযোগী। নন্দিনীদের পাইস হোটেলের সঙ্গে টেক্কা দিতে বাজারে এসছে নতুন পাইস হোটেল। দুই বোন মিলে চালাচ্ছে সেই পাইস হোটেল। সঙ্গে রয়েছেন তাদের বর। সবচেয়ে আকর্ষণীয় হলো এই পাইস হোটেলের খাবারের দাম। মাত্র ৮০ টাকায় এই পাইস হোটেলে পাওয়া যাবে দেশী মটনের ঝোল ভাত। এছাড়াও রয়েছে আকর্ষণীয় নানা খাবার। মূলত সোশ্যাল মিডিয়ার দৌলতে এই দুই বোনের পাইলস হোটেলও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। হোটেলটির নাম কালির হোটেল। কার্যত নন্দিনীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই নতুন পাইস হোটেল।
Viral Video
সম্প্রতি এই নতুন পাইস হোটেলের একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ছোটো বোন জানিয়েছেন, নন্দিনীদি খাবারের থেকে বেশি নিজেকে ফোকাস করেন। তিনি আরো জানিয়েছেন লাললাল-ঝালঝাল খাবার খেতে হলে অবশ্যই তাদের হোটেলে যেতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত ঘটনায় নাম উঠে এসেছে নন্দিনী দির। হোটেলে আসা লোকেদের সঙ্গে তার আচরণ নিয়ে বারবারই বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। কখনো তিনি তার হোটেলে আসা ইউটিউবারকে গালমন্দ করে তাড়িয়ে দিয়েছেন আবার কখনো বাবার বয়সী লোকের গায়ে হাত পর্যন্ত তুলেছেন। এমনই সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিত্য নতুন ড্রামা লেগেই রয়েছে তার হোটেলে। তবে এইবার প্রতিদ্বন্দ্বী হিসাবে তার বিপরীতে রয়েছে এই দুই বোনের হোটেল।
বাবার বয়সী বৃদ্ধ কাস্টমারকে সাপটে চড় মারলেন স্মার্ট দিদি নন্দিনী, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়
কিভাবে যাবেন দুই বোনের পাইস হোটেলে?
দুই বোনের এই পাইস হোটেলে চমৎকার খাবার খেতে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে পৌঁছে যেতে হবে বনগাঁ ঠিক আগের স্টেশন চাঁদপাড়ায়। ট্রেন থেকে নেমে পাশেই দেখা যাবে দুই বোনের এই পাইস হোটেল। মাত্র ৮০ টাকায় কব্জি ডুবিয়ে মটনের ঝোল ভাত খাওয়ার জন্য সেরা ঠিকানা এই নতুন পাইস হোটেল।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি