Business Ideas: ঘরে বসেই লাভজনক ব্যবসা শুরু করুন! লাগবে মাত্র ১০,০০০ টাকা
অনেক ক্ষেত্রেই বাজেট খুব কম থাকে, সেক্ষেত্রে কী ধরনের ব্যবসা শুরু করা যাবে; তা আদেও লাভজনক হবে কিনা, এই সবকিছুই থাকে ধোঁয়াশার মধ্যে !

Business Ideas: বর্তমান বাজারে চাকরির বেহাল অবস্থা। এক্ষেত্রে সকলেই চাইছে কিছু না কিছু করে নিজেকে দাঁড় করাতে। চাকরি ছাড়া ব্যবসার পথ অবলম্বন করছে অনেকেই। তবে অনেক ক্ষেত্রেই বাজেট খুব কম থাকে, সেক্ষেত্রে কী ধরনের ব্যবসা শুরু করা যাবে; তা আদেও লাভজনক হবে কিনা, এই সবকিছুই থাকে ধোঁয়াশার মধ্যে ! তবে আজকের এই প্রতিবেদনে ৭টি এমন ব্যবসার খোঁজ দেওয়া হল, যা শুরু করা যাবে ১০,০০০ টাকারও কম বাজেটে। এছাড়া লাভ হবে বেশ ভালো। তাহলে আর দেরি না করে দেখে নিন, সেগুলি কী কী।
7 Highly Profitable Business Ideas Under Rs 10,000
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
সার্ভিস
যদি কেউ ইন্টারনেট পরিষেবা কিংবা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে বেশ ভালো দক্ষ হয় এবং অন্য ধরনের কাজ করা চাহিদা রয়েছে; তাহলে সে শুরু করতে পারে সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্ট সার্ভিস। এক্ষেত্রে অর্থ উপার্জন বেশ ভালো হবে। বিনিয়োগ করতে হবে কম টাকা।
- ব্লগিং
কোনরকম অর্থ বিনিয়োগ ছাড়াই বর্তমান যুগে শুরু করা যেতে পারে ব্লগিং-এর মতো আয়ের উৎস । এক্ষেত্রে যোগ্যতা থাকলে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করা যাবে।
- ট্রাভেল এজেন্সি
সর্বত্রই এখন ঘুরতে যাওয়ার রব! সেক্ষেত্রে অনেকেই নিজে নিজে ঘুরতে না গিয়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাহায্য নেয়। যারা ঘোরার প্যাকেজ থেকে শুরু করে থাকা, খাওয়া সবই ঠিক করে দেয়। এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন, সে ক্ষেত্রে আয়ও হবে বেশ ভালো টাকা।
- ফটোগ্রাফি
ছবি তুলতে ভালো লাগলে কিংবা ছবি তোলার ভালো হাত থাকলে, পেশা শুরু করা যেতে পারে ফটোগ্রাফার হিসেবে। এদের ভবিষ্যৎ যেমন
উজ্জ্বল, সেরকম আয়ের পথও বেশ ভালো।
- অনলাইন ক্লাস
কেউ যদি পড়াশোনায় বেশ ভালো হয় এবং অন্য কোথাও পড়ানোর সুযোগ না পায়। সে ক্ষেত্রে নিজেই নিজের চ্যানেল খুলে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি জন্য ছাত্র-ছাত্রীদের জ্ঞান দিতে পারে।
- ইউটিউব চ্যানেল
ইউটিউবে ভ্লগিং-এর মাধ্যমে কিংবা ছোটখাটো ভিডিও বানিয়ে বেশ ভালো পরিমান অর্থ উপার্জন করা যাচ্ছে। তাই সৃজনশীলতা থাকলে এই জাতীয় কাজেও করা যেতে পারে।
- ঘোস্ট রাইটিং
কারোর যদি বিভিন্ন লেখা অনুবাদ করার মতো ক্ষমতা থাকে, তাহলে সে ঘোস্ট রাইটার হিসেবে কাজ করতে পারে। বর্তমান বাজারে এই জাতীয় কাজের চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে। ফ্রিল্যান্স হিসেবেও কাজ করা যেতে পারে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি