LPG CYLINDER: সিলিন্ডারে কতটুকু গ্যাস অবশিষ্ট? জেনে নিন সহজ উপায়ে
বর্তমানে এই অগ্নিমূল্যের বাজারে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম।

LPG CYLINDER: বর্তমানে এই অগ্নিমূল্যের বাজারে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। প্রায় অধিকাংশ পরিবারেই প্রত্যেক মাসে একটি করে রান্নার গ্যাস বরাদ্দ থাকে। কিন্তু কখনও একটু বেশি রান্নার কারণে নির্দিষ্ট দিনের আগেই গ্যাস শেষ হয়ে যায়। আর যার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। সিলিন্ডার লাগানোর দিন থেকে গ্যাস কবে শেষ হবে সেই নিয়ে বাড়ির গৃহিণীদের মোটামুটি ধারণা থাকে। এছাড়াও সিলিন্ডার ঝাঁকিয়েও বোঝা যায় কতটা গ্যাস সিলিন্ডারে অবশিষ্ট রয়েছে। কিন্তু এছাড়াও একটি অভিনব পদ্ধতিতে সিলিন্ডারে গ্যাসের পরিমাণ বোঝা সম্ভব।
How To know How Much Gas Left In LPG Cylinder?
সিলিন্ডারে কতটা গ্যাস আছে কীভাবে বুঝবেন?
প্রথমে একটি ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে খুব ভাল করে মুছে নিতে হবে। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সিলিন্ডারের গায়ে যেন কোনও ধুলোর আস্তরণ না থাকে।
সিলিন্ডার ভালো করে মোছা হয়ে গেলে ২-৩ মিনিট পর দেখা যাবে, সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে এবং বাকি অংশে জল রয়ে গিয়েছে।
এর থেকে বুঝতে হবে সিলিন্ডারের যে অংশ তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে সেই অংশে কোনো গ্যাস নেই এবং যে অংশটি শুকোতে দেরি হচ্ছে সেখানে তরল থাকার কারনে সেই অংশটি ঠান্ডা আছে। যার কারণে জল শুকোতে সময় বেশি লাগছে এবং অন্য অংশটি গ্যাস না থাকার কারণে গরম থাকায় দ্রুত জল শুষে নিচ্ছে।
বাজারে ফিরছে ১০০০ টাকার নোট! কি বলছে আরবিআই, জানুন বিস্তারিত
এখন থেকে গ্যাস কতটা অবশিষ্ট আছে তা অনুমান করে বা ঝাঁকিয়ে না দেখে খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে যে কেউ গ্যাসের পরিমাণ সম্পর্কে জানতে পারবেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি