English Language Skill: ইংরেজি ভাষায় দক্ষ হতে চান? শিখে নিন সেরা ১০ টি উপায়
ইংরেজিতে জ্ঞান বাড়ানো বেশ কিছু পদ্ধতি রয়েছে। যেগুলি মাথায় রাখলে, অতি সহজেই ইংরেজিতে দক্ষ হয়ে যাওয়া যাবে।

English Language Skill: বাংলা মাধ্যমে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের শেষ পর্যন্ত একটা সমস্যা থেকেই যায় আর সেটা হল ইংরেজি নিয়ে দুর্বলতা। এই দূর্বলতা কিছুতেই দূর করা যায় না। তবে ইংরেজিতে জ্ঞান বাড়ানো বেশ কিছু পদ্ধতি রয়েছে। যেগুলি মাথায় রাখলে, অতি সহজেই ইংরেজিতে দক্ষ হয়ে যাওয়া যাবে। তাহলে আর দেরি না করে নিন ইংরেজিতে দক্ষ (English Language Skill) হওয়ার সেরা ১০ টি উপায়।
10 Tips to Improve Your English Language Skill
- অনেক পড়তে হবে
অনেক বেশি করে ইংরেজি পড়ার বই থেকে শুরু করে সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন আর্টিকেল এসব কিছু করেই নিজের ইংরেজির শব্দভাণ্ডার এবং ইংরেজি ব্যাকরণ সম্পর্কে জ্ঞান বাড়াতে হবে।
- শব্দভাণ্ডার গড়তে হবে
ইংরেজি শেখার অন্যতম রাস্তা হল শব্দভাণ্ডার বাড়ানো। যত শব্দ নিজের ঝুলিতে থাকবে; তত ইংরেজি সম্পর্কে আরও বেশি জানা যাবে, আরো বেশি বোঝা যাবে এবং আরো বেশি ইংরেজি নিয়ে কাজ করা যাবে।
- কথা বলা শিখতে হবে
ইংরেজি পড়ার পাশাপাশি ইংরেজিতে কথা বলাও শিখতে হবে সমানভাবে। এর জন্য যারা ইংরেজিতে কথা বলে, তাদের সাথে অনেক বেশি করে যোগাযোগ রাখতে হবে। ইংরেজিতে সারাদিন কথা বলার অভ্যেস করতে হবে।
- পডকাস্ট শুনতে হবে
ইংরেজি শেখার এক খুব ভালো মাধ্যম হল পডকাস্ট। পটকাস্টের স্পষ্ট ও ধীর উচ্চারণ ইংরেজি খুব ভালোভাবে বুঝতে ও জানতে সাহায্য করবে। এছাড়া মজার সাথে শেখার এক অন্যতম পদ্ধতি হল এই পডকাস্ট।
- ইংরেজি ব্যাকরণ পড়তে হবে
ইংরেজির ভিত খুব শক্ত রাখতে গেলে অবশ্যই ইংরেজি ব্যাকরণ জানতে হবে ভালোভাবে। ইংরেজির ব্যাকরণে নানান নিয়ম ও নানান গঠন রয়েছে, যার দ্বারা এক একটি বাক্য গঠন করা হয় এবং যোগাযোগ স্থাপন করা হয়।
লেখালেখি করে মোটা টাকা আয়ের সুযোগ! কী ভাবে? জেনে নিন বিস্তারে
- ইংরেজি সিনেমা দেখতে হবে
আনন্দের সাথে ইংরেজি শেখার এক অন্যতম পদ্ধতি হল ইংরেজি সিনেমা দেখা। ইংরেজি সিনেমার মাধ্যমে নতুন শব্দ, নতুনভাবে উচ্চারণ অনেক কিছু শেখা যায় এবং মাথায় থেকে যায় যা দীর্ঘদিন।
- লেখার অভ্যাস করতে হবে
ইংরেজি পড়ার পাশাপাশি কতটা ইংরেজি শিখেছি তার পরীক্ষার জন্য, অবশ্যই ইংরেজি লেখা অভ্যাস করতে হবে। ইংরেজি লেখা আরো সুন্দর করার জন্য বিভিন্ন ইংরেজি জার্নাল, বই ইত্যাদি নজরে রাখতে হবে।
- অনলাইন তথ্যসূত্রের সাহায্য নিতে হবে
ইংরেজি শেখার জন্য হাতের মুঠোফোন কিংবা সামনে ল্যাপটপটাই যথেষ্ট। বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট, এক্সারসাইজ, কুইজ এইসব শেখার মাধ্যমে গ্রামার এবং শব্দভাণ্ডার সম্পর্কে সঠিক ধারণা আসবে।
- ধৈর্য রাখতে হবে
ইংরেজি এক দিনে শেখার জিনিস নয়। অল্প অল্প করে বেশ কয়েকদিন ধরে এই জিনিস শিখতে হবে। এক্ষেত্রে ধৈর্য রাখা একান্ত আবশ্যক।
- বিভিন্ন ইংরেজি ভাষার ফোরামে যোগদান করা
ইংরেজি ভাষাকে আরো ভালোভাবে শেখার জন্য অনলাইনে বিভিন্ন ফোরামের সাথে আলোচনা করতে হবে। বিভিন্ন গ্রুপে যোগদান করতে হবে। ইংরেজিতে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলেই ইংরেজি ভাষা আরো ভালোভাবে শেখা সম্ভব।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি