Eye Remedy: সারাজীবনের মত চশমা থেকে মুক্তি চান? নাভিতে ব্যবহার করুন এই দুটি জিনিস
প্রাচীন চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসায় চোখকে শক্তিশালী করে তোলার জন্য অনেকগুলি প্রতিকার রয়েছে, তার মধ্যে অন্যতম হলো প্রতিদিন নাভিতে ঘি বা বাদাম তেল লাগানো।

Eye Remedy: বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে কম্পিউটার ও মোবাইল ফোন মানুষের নিত্য সঙ্গী হয়ে গিয়েছে। কাজকর্ম বা অবসর যাপনের জন্য সকলেই চোখ রাখছেন কম্পিউটার বা মোবাইল ফোনে। ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে চোখ রাখার কারনে বর্তমানে ছোটো থেকে বড় সকলেরই চোখের সমস্যা দেখা দিচ্ছে। অগত্যা সকলের সঙ্গী হচ্ছে চশমা। তবে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসায় চোখকে শক্তিশালী করে তোলার জন্য অনেকগুলি প্রতিকার রয়েছে, তার মধ্যে অন্যতম হলো প্রতিদিন নাভিতে ঘি বা বাদাম তেল লাগানো।
বিশেষজ্ঞদের মতে এর দ্বারা দৃষ্টিশক্তি উন্নত হওয়ার পাশাপাশি চশমার ব্যবহার বন্ধ করা যায়। নাভি শরীরের কেন্দ্রবিন্দু হওয়ায় শরীরের বিভিন্ন অংশে থাকা ৭২ হাজার স্নায়ু এই নাভির সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে চোখের অপটিক নার্ভ। মায়ের গর্ভে থাকা শিশু পুষ্টি এবং খাদ্য উভয়ই সংগ্রহ করে এবং নাভির সঙ্গে সংযুক্ত নাভি থেকে বিকাশ লাভ করে। এই কারণেই শিশু বড় হয়ে হওয়ার পরেও নাভিকে পুষ্টি দিতে হয়। যা শরীরের অনেক অংশের উপকার করে। তবে নাভিতে বাদাম তেল না গরুর ঘি কোনটি লাগালে বেশি উপকার হবে তা নিয়ে অনেকেই নানান মত পোষণ করেন। আজকের প্রতিবেদনে জেনে নিন দুটির মধ্যে কোনটি নাভির জন্য বেশি উপকারী।
Eye Remedy: দেশি ঘি নাকি বাদাম তেল কোনটি বেশি উপকারী?
প্রাকৃতিক চিকিৎসা শাস্ত্রে চোখের জন্য দেশি গরুর ঘি বা বাদাম তেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে মনে রাখতে হবে দেশি গরু ছাড়া মহিষের ঘি বা অন্য কোনও জাতের গরুর ঘি প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার করা যাবে না।
ত্বকের তারুণ্য ধরে রাখতে চান! জেল্লাদার ত্বক পেতে এই পাঁচটি ব্যায়াম করুন নিয়মিত
অন্যদিকে ঘি ও বাদাম তেলের ব্যবহারের ক্ষেত্রে দেশি গরুর ঘি ক্ষারীয় এবং এর প্রকৃতি শীতল। তাই যেকোনও ঋতুতেই নাভিতে এই ঘি ব্যবহার করা যাবে।
অন্যদিকে বাদাম তেল বা অন্য কোনও তেল অম্লীয় এবং প্রকৃতির। তাই শীতকালে এই তেল নাভিতে লাগানো গেলেও গ্রীষ্মকালে নাভিতে এই তেল লাগানো যায় না। তাই সব ঋতুর জন্য দেশি গরুর ঘি সর্বোত্তম।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি