ট্রেন্ডিং

Eye Test: ‘0’-র মধ্যে লুকিয়ে থাকা ‘6’ সংখ্যাটিকে ১৫ সেকেন্ডে খুঁজে বের করুন, দৃষ্টিশক্তি প্রখর হলেই পারবেন

শুধু দৃষ্টি শক্তি থাকলে হয় না, এর পাশাপাশি পর্যবেক্ষণ করার শক্তি এবং বুদ্ধি শক্তিও থাকতে হয়।

Advertisements

Eye test: আপনার যদি থেকে থাকে ঈগলের মতো দৃষ্টিশক্তি, তাহলে অপটিক্যাল ইলুয়েশনের ধাঁধাগুলি শুধুমাত্র আপনার জন্যই। এই জাতীয় ধাঁধার মাধ্যমে যেমন নিজের দৃষ্টিশক্তির পরীক্ষা (Eye test) করে নেওয়া যায়, সেই পাশাপাশি বুদ্ধি শক্তি এবং কতটা পর্যবেক্ষণ ক্ষমতা আছে; তাও জেনে নেওয়া যায়। কিছু সংখ্যা, শব্দ, কখনো বা কিছু ছবির মিল-অমিল খুঁজে বের করার মাধ্যমে সমাধান বের করতে হয়। সোশ্যাল মিডিয়ার পাতায় আপাতত বেশ জনপ্রিয়তা পাচ্ছে এই জাতীয় ধাঁধাগুলি। আজকের এই প্রতিবেদনে এরকম একটি ধাঁধা এনে হাজির করা হল, তাহলে আর দেরি না করে দেখে নিন।

Eye test: If you have Eagle Eyes Find the number 6 among 0

Eye test

উপরের বেগুনি রঙের ছবিতে অসংখ্য 0 লেখা দেখা যাচ্ছে। এবার এই ধাঁধার সমাধান দিতে হবে। এখানে থাকা ভিন্ন সংখ্যাটিকে খুঁজে বের করার মাধ্যমে আর সেই ভিন্ন সংখ্যাটি হল 6। মনোবিজ্ঞানীদের মতে গভীর মনোযোগের সাথে এই জাতীয় ধাঁধার সমাধান করা সম্ভব, এতে মনোবল বাড়ে। তাহলে আর দেরি না করে শুরু করে দিন 6 সংখ্যাটিকে খোঁজার কাজ।

Advertisements

If you have Eagle Eyes Find the number 6 among 0 in 15 Secs

Eye test

সমাধানকারীদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, সময় কিন্তু হাতে বেশি নেই মাত্র ১৫ সেকেন্ড। এর মধ্যেই শান্ত মাথায় বুদ্ধি খাটিয়ে উত্তর বের করতে হবে। আপাত দৃষ্টিতে দেখলে সব ‘0’ মনে হলেও, এর মধ্যেই লুকিয়ে রয়েছে ভিন্ন একটি সংখ্যা। খোঁজার সময় শুরু হচ্ছে ঠিক এখনই।

‘X’ অক্ষরগুলির মধ্যে লুকিয়ে রয়েছে ৫টি ‘Y’, প্রখর দৃষ্টিশক্তি থাকলেই খুঁজে পাবেন, সময় মাত্র ৭ সেকেন্ড

If you have Eagle Eyes Find the number 6 among 0 in 15 Secs:Solution

Eye test

কি খুঁজে পেলেন ধাঁধার উত্তর, না পেলেও অসুবিধা নেই। উত্তর হাজির রয়েছে সমাধানকারীদের জন্য ম। পাঠকের উদ্দেশ্যে বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে ‘6’ সংখ্যাটিকে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles