Best Optical Illusion: অসংখ্য ’03’-র মাঝে রয়েছে একটি ’06’, মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বের করলেই আপনি জিনিয়াস
বর্তমান সময়ে সাধারণ মানুষের হাতে সময় খুবই কম থাকে।

Optical Illusion: অসংখ্য ’03’-র মাঝে খুঁজে বের করুন ’06’-কে, সময় মাত্র ১০ সেকেন্ড! খুঁজে পেলে আপনিই জিনিয়াস
বর্তমান সময়ে সাধারণ মানুষের হাতে সময় খুবই কম থাকে। তাই তো অতি প্রচলিত ‘চোখের ধাঁধা’ অর্থাৎ অপটিক্যাল ইলিউশনের (optical Illusion) -এর মতন খেলাগুলি, এখন প্রায় সকলেই ভুলে গেছে। তবে এখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে, আপনি এই জাতীয় অনেক খেলাই খেলে নিতে পারবেন অতি সহজে। এছাড়া এই অপটিক্যাল ইলিউশনের খেলাগুলি খেললেই আপনার স্মৃতিশক্তি বাড়ার পাশাপাশি বুদ্ধিশক্তিও বাড়বে, তা বলা বাহুল্য।
এক নজরে
What is Optical Illusion Game
আসলে অপটিক্যাল ইলিউশন হল, এক প্রকারের চোখের খেলা। যেখানে বেশ কিছু জিনিসের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে মিল বা অমিল অথবা হাজারো এক জিনিসের মধ্যে একটি ভিন্ন ধারার জিনিসকে চিহ্নিত করতে হবে। ঠিক যেরকমটা এই প্রতিবেদনে রয়েছে।
প্রতিবেদনের ছবিটির দিকে লক্ষ্য রাখুন, যেখানে একটি কালো বোর্ডের ওপরে অসংখ্য ’03’ লেখা রয়েছে। তবে আপনাকে কিন্তু এর মধ্যে থেকেই খুঁজে বের করতে হবে ’06’ লেখাটি। এর জন্য আপনার হাতে সময় মাত্র ১০ সেকেন্ড।
বলে রাখা ভালো, এটি কিন্তু অতটাও সহজসাধ্য হবে না সকলের জন্য। প্রায় ৯৯% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। তবে আপনিও যদি না পারেন, ১০ সেকেন্ড পরে আপনার জন্য উত্তর হাজির রয়েছে। ছবিটির দিকে ভালো করে লক্ষ্য রাখুন, যেখানে আপনাকে বোঝানোর জন্য ’06’ লেখাটিকে লাল রং দিয়ে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে। তবে তুখর দৃষ্টিশক্তি এবং ধৈর্য থাকলে, যে কেউ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে