First Space Hotel: মহাকাশে খুলছে হোটেল! এবার পৃথিবী ছেড়ে ঘুরে আসুন অন্তরীক্ষে
পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাশূন্যে ভাসমান অবস্থায় থাকা হোটেল তৈরির পরিকল্পনা শুরু করেছিল Orbital Assembly Corporation (OAC)।

First Space Hotel: মানুষ ভ্রমণপিপাসু। কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি মিললেই অবসর যাপনের জন্য মানুষ পারি দেয় পৃথিবীর জানা অজানা নানান প্রান্তে। তবে পৃথিবীর বাইরের কোনো গ্রহে বসতি স্থাপন করার ইচ্ছা মানুষের বহুদিনের। কিন্তু সেই ইচ্ছা কবে বাস্তবায়িত হবে তার কোনো ঠিক নেই। কিন্তু বসতি স্থাপন না হওয়া পর্যন্ত অন্য গ্রহে মানুষ থাকতে পারবে না এমনটা কিন্তু নয়। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালেই মানুষ যেতে পারবে মহাশূন্যে। কারণ ২০২৭ সালেই তৈরি হতে চলেছে মানুষের তৈরি প্রথম স্পেস হোটেল। যার নাম Voyager Station। তথ্যানুযায়ী মহাশূন্যে হোটেল তৈরির পরিকল্পনা বহু পুরনো।ইতিমধ্যে এই স্পেস হোটেল তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। এর ফলে ২০২৭ সালে মানুষের মহাকাশে অবসর যাপনের ইচ্ছা বাস্তবে পরিণত হতে পারে।
Voyager Station First Space Hotel
পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাশূন্যে ভাসমান অবস্থায় থাকা হোটেল তৈরির পরিকল্পনা শুরু করেছিল Orbital Assembly Corporation (OAC)। এই নির্মাণ সংস্থাই প্রথম স্পেস হোটেল তৈরি করছে। OAC- এর সবচেয়ে বড় প্রকল্প এটি। বিলাসবহুল এই স্পেস হোটেলটির নাম Voyager Station। একসঙ্গে ৪০০ জন থাকতে পারবে এই হোটেলে।
characteristics
বৈশিষ্ট্য
ভয়েজার স্টেশন নামক এই স্পেস হোটেলটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) থেকে একটি আলাদা হবে। কারণ এই থাকবে হোটেলে ২৪টি মডিউল। যা পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকবে লিফটের মাধ্যমে। সবকটি মডিউল একসঙ্গে একটি দৈত্যাকার চক্র বা চাকার আকার নেবে। OAC- এর পক্ষ থেকে স্থপতি (Senior Design Architect) টিম অলটোর (Tim Altorre) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মহাশূন্যে কৃত্রিম মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে হোটেলটি ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। উদাহরনস্বরুপ তিনি বলেছেন, বালতির ভিতর জল যেমন ঘোরে, এই হোটেলটিও সেভাবেই ঘুরবে। তবে এই স্পেস হোটেলে সফরের খরচ প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার।
এটিএমে এবার থেকে করুন কার্ডবিহীন লেনদেন ইউপিআই-এটিএমের মাধ্যমে! জানুন বিস্তারিত
পৃথিবীতে থাকা অন্যান্য হোটেলের মতো এই হোটেলেও থাকবে বিশেষ আয়োজন। এই হোটেলের মধ্যে এমন কিছু খেলা খেলতে পারা যাবে না পৃথিবীতে থেকে কারোর পক্ষে করা সম্ভব না। এছাড়া বাথরুম, বিছানা, যেভাবে পৃথিবীতে থেকে অভ্যস্ত মানুষ তেমন পরিষেবাই মিলবে এই হোটেলে। বিলাসবহুল রেস্তোরাঁ, বার, জিম, অ্যাক্টিভিটি সেন্টার— সবই থাকবে এই হোটেলের মধ্যে। সংস্থার মতে, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা জলের মতো টাকা খরচ করেন। তাদের জন্য এই স্পেস হোটেল আদর্শ বলেই মনে করছেন সংস্থার কর্তপক্ষ।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি