ফাইনান্স

Fixed Deposit : দারুন খবর! ফিক্সড ডিপজিটে 9 শতাংশ সুদ দিচ্ছে এই 4টি ব্যাঙ্ক

ফিক্স ডিপোজিটে (Fixed Deposit) বড়সড় পরিবর্তন আনল 4 টি ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলিতে স্থায়ী আমানত জমা করলেই মিলবে বেশি পরিমাণে সুদ।

Advertisements

Fixed Deposit : বর্তমান সময়ে রমরমা বেড়েছে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund)। টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ চলছে বিজ্ঞাপন। তবে আমাদের দেশের বহু মানুষ আজও বিনিয়োগ করে চলেছেন ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit)। আসলে এফডিতে সঞ্চয় ঝুঁকিহীন হওয়ার কারণেই এতে বিনিয়োগ করতে স্বচ্ছন্দ বোধ করেন ভারতীয়রা। প্রবীণ নাগরিকরা তো বটেই সাধারণ জনগণও স্থায়ী আমানতে বিনিয়োগ করছেন। আর এবার ফিক্স ডিপোজিটে (Fixed Deposit) বড়সড় পরিবর্তন আনল 4 টি ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলিতে স্থায়ী আমানত জমা করলেই মিলবে বেশি পরিমাণে সুদ। কোন কোন ব্যাঙ্ক দিচ্ছে এমন সুবিধা? দেখে নেওয়া যাক বিস্তারিত।

Fixed Deposit

Equitas Small Finance Bank:

Advertisements

ফিক্সড ডিপোজিটে অনেকটাই বেশি সুদ দিচ্ছে Equitas Small Finance Bank। যদি কোনোও ব্যাক্তি 3 বছরের জন্য এই ব্যাঙ্কে স্থায়ী আমানত জমা করেন তাহলে সাধারণ জনগণ পেয়ে যাবেন 8 শতাংশ সুদ। আবার 8.5 শতাংশ সুদ পেয়ে যাবেন প্রবীণ নাগরিকরা।

Fixed Deposit

Advertisements

Fincare Small Finance Bank:

3 বছরের জন্য স্থায়ী আমানত বিনিয়োগ করা যেতে পারে Fincare Small Finance Bank এ। এক্ষেত্রে সাধারণ জনগণরা পেয়ে যাবেন 8 শতাংশ সুদ। এবং প্রবীর নাগরিকদের জন্য একই মেয়াদের ফিক্স ডিপোজিটে সুদের হার ঘোষণা করা হয়েছে 8.6 শতাংশ।

Utkarsh Small Finance Bank:

Utkarsh Small Finance Bank 700 দিনের মেয়াদের ডিপোজিটে অ-প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ 8.25 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ 9.00 শতাংশ সুদের হার দিচ্ছে।

কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর এই মুহুর্তে সব থেকে বেশি সুদ দিচ্ছে? বিস্তারিত জানুন

Fixed Deposit

Suryoday Small Finance Bank:

Suryoday Small Finance Bank 1000 দিনের মেয়াদের ডিপোজিটে অ-প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ 8.6 শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ 9.01 শতাংশ সুদের হার দিচ্ছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles