Interview Questions: বাড়িতে কোন গাছ লাগানো উচিত নয়? উত্তর দিতে পেরেছেন মাত্র 1 শতাংশ মানুষ

Interview Questions: প্রতিটি মানুষের একটি সামঞ্জস্যপূর্ণ জীবন চালাতে গেলে প্রয়োজন চাকরির। বর্তমানে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কীভাবে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবেন তা ভেবেই কূলকিনারা খুঁজে পান না অনেকেই। অনেকেই আবার বেসরকারি চাকরিতেই বেশ স্বাচ্ছন্দ। তবে সরকারি হোক কিংবা বেসরকারি প্রতিটি চাকরির ক্ষেত্রেই ইন্টারভিউ (Interview Questions) বাধ্যতামূলক। তবে সেখানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়। তার বাইরে চাকরিপ্রার্থীর বুদ্ধি পরীক্ষার জন্য এমন বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয় যা শুনলেই ঘাবড়ে যান অনেকেই।
Interview Questions
1) ভারতের কোন রাজ্য চন্দনের জন্য বিখ্যাত?
উত্তর: কর্ণাটক চন্দন কাঠের জন্য বিখ্যাত।
2) অতিরিক্ত পেপসি পান করার ফলে কোন রোগ হতে পারে?
উত্তর: অতিরিক্ত পেপসি কিংবা ঠান্ডা পানীয় পান করলে হতে পারে কোষ্ঠকাঠিন্য।
3) ভারতের কোন রাজ্যে গম চাষ হয় না?
উত্তর: তামিলনাড়ুতে গম চাষ হয় না।
4) দইয়ের সঙ্গে কোন জিনিস পিষে খেলে পাথর এবং ক্যান্সারের হাত থেকে মুক্তি মেলে?
উত্তর: দইয়ের সঙ্গে বেড়ি চূর্ণ করে খেলে উপকার মেলে ক্যান্সার এবং পাথরের হাত থেকে।
5) তুলসীর রস দইয়ের সঙ্গে মিশিয়ে পান করলে কি হয়?
উত্তর: দই এর সঙ্গে তুলসীর রস মিশিয়ে খেলে সহজেই কমে ওজন।
6) আত্মহত্যার মেশিন তৈরি হয় কোন দেশে?
উত্তর: সুইজারল্যান্ডে তৈরি হয় আত্মহত্যার মেশিন।
কোন ফল ফ্রিজে রাখলেই বিষে পরিণত হয়? জেনে নিন কুইজের কিছু প্রশ্ন উত্তর
7) কোন গাছ কখনোই বাড়ির ভেতরে লাগানো উচিত নয়?
উত্তর: পিপল গাছ কখনোই লাগানো উচিত নয় বাড়ির ভেতরে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি