Interview Questions: কোন খাবার গরম করে খেলে বিষ হয়ে যায়? উত্তর দিতে পারেননি 99 শতাংশ মানুষ

Interview Questions: সময় উপযোগী মানুষ হতে গেলে প্রয়োজন প্রচুর জ্ঞানের। তবে সারা বিশ্বকে ভালোভাবে জানতে কিংবা বুঝতে প্রয়োজন সাধারণ জ্ঞান। যা প্রতিটি মানুষকে সময়োপযোগী ব্যক্তিত্ব গড়ে তোলে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে বিভিন্ন ঘটনা। কিংবা ইতিহাসের পাতায় লেখা এখনো বহু জিনিস অনেকেরই অজানা। সেগুলিকে ভালোভাবে শিখতে সহায়তা করে সাধারণ জ্ঞান। কেবলমাত্র জ্ঞান বৃদ্ধির জন্যই নয়। বর্তমানে সরকারি কিংবা বেসরকারি চাকরির ইন্টারভিউতেও (Interview Questions) সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। আসলে চাকরিপ্রার্থীর বুদ্ধি ঠিক কতটা তা পরীক্ষা করার জন্যই করা হয় এ ধরনের প্রশ্ন। আজকের প্রতিবেদনে তেমনই বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হলো।
Interview Questions
1) ট্যাটু করানোর পর কত মাস দান করা যায় না রক্ত?
উত্তর: ট্যাটু করানোর পর অন্তত 6 মাস রক্ত দান করা যাবে না।
2) কাগজ তৈরিতে ব্যবহৃত হয় কোন গাছের কাঠ?
উত্তর: কাগজ তৈরিতে বাঁশের কাঠ ব্যবহার করা হয়।
3) কোন ফলকে গরিবের আপেল বলা হয়?
উত্তর: পেয়ারাকে বলা হয় গরিবের আপেল।
4) বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে কম অসুস্থ হন?
উত্তর: আমেরিকা এমন একটা দেশ যেখানকার মানুষ অন্যান্য দেশের তুলনায় অনেক কম অসুস্থ হন।
5) সবচেয়ে বেশি সিল্কের শাড়ি কোথায় তৈরি হয়?
উত্তর: সবচেয়ে বেশি সিল্কের শাড়ি তৈরি হয় বারাণসীতে। এখানকার সিল্কের শাড়ি কেবলমাত্র ইউপি নয় সারা বিশ্বেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
বাড়িতে কোন গাছ লাগানো উচিত নয়? উত্তর দিতে পেরেছেন মাত্র 1 শতাংশ মানুষ
6) প্রোটিনের সর্বাধিক পরিমাণ কোন খাবারে পাওয়া যায়?
উত্তর: প্রোটিনের সর্বাধিক পরিমাণ পাওয়া যায় সয়াবিনে।
7) মুরগির মাংস খেলে হয় কোন রোগ?
উত্তর: মুরগির মাংস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।
8) কোন জিনিস পুনরায় গরম করে খেলে তা বিষ হয়ে যায়?
উত্তর: বিটরুট পুনরায় গরম করে খেলে তা বিষে পরিণত হয়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি