ট্রেন্ডিং

General Knowledge: কোন ফলে রয়েছে বেশি ক্যালসিয়াম? কোন দেশে নেই রাজধানী? দেখে নিন ৮ টি সেরা কুইজ

স্কুল, কলেজে ভর্তির পরীক্ষাতেও আসতে পারে এই জাতীয় প্রশ্ন। সেই কারণে বড় থেকে ছোট সকলেরই জানা আবশ্যক এগুলি।

Advertisements

General Knowledge: স্বাস্থ্যকর খাদ্য তালিকায় ফল (Fruits) হল অন্যতম। তাই ফলের ব্যাপারে বেশ কিছু তথ্য জেনে নেওয়া উচিত। তবে এই তথ্যগুলি শুধু যে খাবার তালিকাতেই কাজে লাগবে তা নয়, এর পাশাপাশি পরীক্ষাতে সাধারণ জ্ঞান (General Knowledge) হিসেবেও কাজে লাগতে পারে। এছাড়া স্কুল, কলেজে ভর্তির পরীক্ষাতেও আসতে পারে এই জাতীয় প্রশ্ন। সেই কারণে বড় থেকে ছোট সকলেরই জানা আবশ্যক এগুলি। তাই আর দেরি না করে দেখে নিন, বিভিন্ন বিষয় সম্পর্কে ৮টি অজানা প্রশ্নের উত্তর।

General Knowledge: Trending Quiz

Quiz

Advertisements
  • প্রশ্ন ১: কোন ফলে ২৫ শতাংশ বায়ু থাকে?
    আপেলে ২৫ শতাংশ বায়ু রয়েছে।
  • প্রশ্ন ২: রুটি খেলে কোন রোগ হয়?
    রুটি খেলে ডায়াবেটিস হয়।
  • প্রশ্ন ৩: কোন দেশে রক্ত বৃষ্টি হয়?
    ইতালির বৃষ্টিতে বালির কণা অধিক পরিমাণে থাকে, সে কারণেই ইতালির বৃষ্টি লাল হয়ে ঝরে পড়ে। সেই কারণে ইতালির লাল বৃষ্টিকে রক্তের বৃষ্টি হলে আখ্যা দেওয়া হয়।

Quiz

  • প্রশ্ন ৪: কোন দেশে রাজধানী নেই?
    নাউরু নামের একটি দেশ রয়েছে যে দেশে কোন রাজধানী নেই।
  • প্রশ্ন ৫: শ্রীলংকার জাতীয় খেলা কোনটি?
    ফুটবল
  • প্রশ্ন ৬: কোন দেশে শুধুমাত্র স্লিপার পরে গাড়ি চালানো হয়?
    স্পেনে শুধুমাত্র স্লিপার পরে গাড়ি চালাতে হয়।

ফলের গায়ে স্টিকার কেনো থাকে জানেন?

Quiz

Advertisements
  • প্রশ্ন ৭: পৃথিবীর কোন প্রাণী কোনদিনও আকাশ দেখতে পায়নি?
    শূকর হলো এমন একটা প্রাণী, যে কোনদিনও ঘাড় তুলতে পারেনা, তাই তার আকাশ দেখা হয় না।
  • প্রশ্ন ৮: কোন ফলে সব থেকে বেশি ক্যালসিয়াম রয়েছে?
    কিউইতে সব থেকে বেশি ক্যালসিয়াম আছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles