
Viral Video: বর্তমান দিনে দিনের শেষে সোশ্যাল মিডিয়ার পাতা স্ক্রল করলে বিভিন্ন ধরনের তথ্য, ছবি , ভিডিও ইত্যাদি মানুষের চোখের সামনে ভেসে ওঠে। আজকের দিনে প্রায় সকল মানুষই বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে থাকেন। কার্যত এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষ অচল। তৎক্ষণাৎ কোনো ভিডিও তথ্য পেতে মানুষ সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে বিভিন্ন ভিডিও ভাইরালও (Viral Video) হয়। এর ফলে শুধুমাত্র দেশ নয়, সুদূর বিদেশের মাটিতে কে কি করছে ত খুব সহজেই অবগত হন সাধারণ মানুষ।
Mumbai Girl’s Sizzling Belly Dance On Local Train
সম্প্রতি এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে (Viral Video) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভিডিওটিতে জনপ্রিয় সুরে একটি মেয়েকে লোকাল ট্রেনের কামরায় বেলি ড্যান্স করতে দেখা গিয়েছে। রাতারাতি তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। মেয়েটির পরনে ছিল একটি নীল ল্যাহেঙ্গা। জানা গিয়েছে, ভিডিওটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) এবং স্যান্ডহার্স্ট রোড স্টেশনের মধ্যে মধ্য রেলওয়ের শহরতলির অংশে শুট করা হয়েছে। তবে সঠিক তারিখ এবং অবস্থান নিশ্চিত ভাবে জানা যায়নি।
ছাগলের ট্রেনের টিকিট! আদিবাসী মহিলার সততা দেখে মুদ্ধ নেটপাড়া
Viral Video
Entertainment
Now Belly Dancing inside Mumbai Local Train.
It seems #MumbaiLocal Trains are the most happening place..to showcase talent.
Locations seems to be @Central_Railway between Sandhurst Road & Masjid stations.@drmmumbaicr @RailMinIndia @RailMinIndia pic.twitter.com/LI1vFchnHw
— मुंबई Matters™ (@mumbaimatterz) September 19, 2023
অনেকেই ট্রেনের কামরায় মেয়েটির নাচকে গর্হিত অপরাধ বলে বিবেচনা করলেও অনেকেই মেয়েটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দাবি করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সতর্কতা অবলম্বন করেছেন এবং যাত্রীদের ট্রেনে ভ্রমণের সময় এই ধরনের কার্যকলাপ এবং স্টান্ট এড়াতে অনুরোধ জানিয়েছেন। ডিআরএম জোর দিয়ে বলেছেন যে ট্রেনগুলি গণপরিবহনের একটি মাধ্যম এবং এই ধরনের কার্যকলাপের জন্য নয়। এরই মধ্যে অনেক ব্যবহারকারী মেয়েটির প্রতিভার ভুয়সি প্রশংসা করে বলেছেন যখন সর্বজনীন অনুষ্ঠান এবং চলচিত্রগুলিতে এটি গৃহীত হয় তখন কেন মেয়েটিকে তিরস্কার করা হচ্ছে! এছাড়াও নানা ইতিবাচক এবং নেতিবাচক কমেন্টে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি