খবর

Gold Price Today: সোনার দামে রেকর্ড পতন! জানুন আজকের বাজার দর

সোনার পাশাপাশি রেকর্ড পতন রুপোর দামেও

Advertisements

Gold Price Today: প্রতিটি মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু করে সোনা কিনে থাকেন। বিনিয়োগের ক্ষেত্রে সোনা একটি ভালো হাতিয়ার হিসাবেই বিবেচিত হয়। সব ক্ষেত্রেই এই হলুদ ধাতুর চাহিদা বরাবর। সোনার দাম দেশীয় এবং আন্তর্জাতিক কারণগুলির উপর নির্ভর করে নিয়মিতভাবে ওঠানামা করতে থাকে। তাই প্রতিদিন সোনার বাজার মূল্য জানতে উৎসুক থাকে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। গতকাল সোনার দামের কোন পরিবর্তন হয়নি। আজ শুক্রবার সোনার দাম কত দেখে নেওয়া যাক –

Gold Price Today:

Gold price

Advertisements

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সকাল ৭টা অনুযায়ী আজ ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রাম সোনার বাটের দাম রয়েছে ৫৯,৭৫০ টাকা । আজ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম ২০০ টাকা হ্রাস পেয়েছে (Gold Price Today)।

আজ ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৬০,০৫০ টাকা। আজ ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দামও ২০০ টাকা হ্রাস পেয়েছে।

Advertisements

শুক্রবার সকাল ৭টা অনুযায়ী, ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ ২০০ টাকা হ্রাস পেয়ে হয়েছে ৫৭,১০০ টাকা।

10 gm 22 carat Gold Price In Three Mega Cities In India:

Gold price

  • নয়াদিল্লি- ৫৫,১০০
  • মুম্বাই – ৫৪,৯৫০
  • চেন্নাই- ৫৫,৩৫০

সোনা ও রুপোর দামে স্বস্তি মধ্যবিত্তের! জানুন আজকের বাজার দর

Silver Price Today:

Gold price

গতকাল সোনার দাম অপরিবর্তিত থাকলেও হ্রাস পেয়েছিল রুপোর দাম। দেখে নেওয়া যাক আজকে রুপোর দাম কত-

আজ অর্থাৎ শুক্রবার প্রতি কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭২,৬০০ টাকা।

শুক্রবার প্রতি কেজি খুচরো রুপোর দামও হ্রাস পেয়ে ৭২,৭০০ টাকা হয়েছে। আজ রুপোর দাম ১,৬৫০ টাকা হ্রাস পেয়েছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles