খবর

Gold River: নদীতে ডুব দিলেই মিলবে সোনা! ভারতের কোথায় আছে এই স্বর্ণ নদী?

Advertisements

Gold River: বর্তমানে মুদ্রাস্ফীতির বাজারে প্রতিদিনের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে সম্প্রতি এক সমীক্ষা জানাচ্ছে, ভারতের জনসংখ্যা ছাড়িয়ে গেছে চীনকেও অর্থাৎ দেশে যে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না! স্বাধীনতার ৭৫ বছর পরেও এই দেশে অনেকেই রয়েছেন যারা দু’বেলা দু’মুঠো ভালোভাবে খেতে পারেন না। তবে সেই দেশেরই এক নদী থেকে পাওয়া যায় ঝুড়িঝুড়ি সোনা, জানেন কি?

Gold River in Jharkhand

Gold river

সাধারণ মানুষ প্রায় প্রতিদিনই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কীভাবে একটু অর্থ উপার্জন করা যায়! ঠিক সেই রকম ভাবেই যদি হাতে চলে আসত কিছু পরিমাণ সোনা, তা দিয়ে সংসার চালিয়ে নিতে পারতেন বহুজন। তাও আবার সেই সোনা যদি হয় প্রাকৃতিক! তাহলে তো কথায় নেই। অবাক হচ্ছেন! হ্যাঁ, এটাই সত্যি। ভারতের মধ্যে দিয়েই বয়ে গেছে এমন এক নদী, যেখান থেকে যে কেউ পেতে পারেন সোনা। এই নদী ঝাড়খন্ডে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।

Advertisements

The Mystery Behind Subarnarekha River

Gold river

এই বিশেষ নদীর নাম সুবর্ণরেখা। এই নদীতে পাওয়া যায় সোনা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ‘যেহেতু এই নদীর উৎপত্তি পাহাড়ের মধ্যে এবং পাহাড় কেটে নিচের দিকে নেমে এসেছে, তাই সোনা পাওয়া খুব একটা অসম্ভব নয়’। তবে সোনা খুঁজে বের করা অতটাও সহজ নয়।

সোনা নাকি ফিক্সড ডিপোজিট! কোন বিনিয়োগ বেশি পছন্দ করেন সাধারণ মানুষ?

How to Get Gold

Gold river

স্থানীয় বাসিন্দাদের মতে, সেই সোনা আকারে ধানের থেকেও ছোট। সারাদিনে খুব কম সংখ্যক মানুষের হাতেই উঠে আসে সামান্য কিছু পরিমাণ সোনা। অত্যন্ত দক্ষতার সাথে তারা এই সোনা সংগ্রহ করে তারা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles