খবর

LPG Cylinder: বিনামূল্যে দেওয়া হবে এলপিজি সংযোগ! কিভাবে করবেন আবেদন? জানুন

এই স্কিমগুলির দ্বারা সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষেরা অনেক সুবিধাও পাচ্ছে।

Advertisements

LPG Cylinder: সাধারণ মানুষের কথা ভেবেই ইতিমধ্যেই কেন্দ্রের মোদি সরকার (Modi Goverment) অনেক নিত্য নতুন স্কিম নিয়ে এসেছে বাজারে। এই স্কিমগুলির দ্বারা সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষেরা অনেক সুবিধাও পাচ্ছে। এর মধ্যেই একটি অন্যতম স্কিম হচ্ছে পিএম উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojona)। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এলপিজি সংযোগ করে দেওয়া হয় সাধারণ মানুষকে। যাদের ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা নেই, তারা এই পদ্ধতিতে একেবারেই বিনামূল্যে গ্যাসের সংযোজন নিতে পারে। তবে এক্ষেত্রে নাম নথিভুক্ত করতে হবে শুধুমাত্র মহিলাদের। তাহলে আর দেরি না করে জেনে নিন বিস্তারিত তথ্য।

PM Ujjwala Yojona (Government Scheme For Free LPG Cylinder)

LPG Cylinder

  • প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় আবেদনের প্রয়োজনীয় নথিপত্র
  • অবশ্যই সঠিক কেওয়াইসি থাকতে হবে।
  • যিনি আবেদন করবেন তার বিপিএল কার্ড বা সরকার প্রদত্ত রেশন কার্ড থাকতে হবে।
  • আধার কার্ড থাকতে হবে বা ভোটার কার্ড থাকতে হবে।
  • এছাড়া পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে।
  • ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং আইএফএসসি কোড থাকতে হবে।

কী করে আবেদন করা যাবে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায়?

LPG Cylinder

Advertisements
  • এই উজ্জ্বল যোজনায় আবেদনের জন্য সবার প্রথমে https://www.pmuy.gov.in/index.aspx- এই লিঙ্কটিতে যেতে হবে।
  • এরপরে নিজের সুবিধা মতো গ্যাসের কোম্পানি নির্বাচন করতে হবে।
  • উজ্জ্বল যোজনায় আবেদনের জন্য নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে, তা ফিলআপ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় নথি যুক্ত করে নির্দিষ্ট গ্যাস ডিলারের কাছে জমা করতে হবে।

মধ্যবিত্তের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পেট্রোলের মূল্য, আজ দাম হলো কত?

কারা নিতে পারবে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় গ্যাস?

LPG Cylinder: বিনামূল্যে দেওয়া হবে এলপিজি সংযোগ! কিভাবে করবেন আবেদন? জানুন

প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনার গ্যাস প্রধানত মহিলারাই নিতে পারবেন। এছাড়া সেইসব মহিলারে পাবেন, যাদের বাড়িতে আগে কখনও এলপিজি (LPG) সংযোগ ছিল না অর্থাৎ তারা কখনো গ্যাস ব্যবহার করেননি, তাদের নামে আলাদা কোনও গ্যাস নেই। সাধারণভাবে গরিব রেখার নিচে থাকা পরিবারদের এই জাতীয় গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles