খবর

Govt Scheme For Women: মেয়েদের জন্য সরকারের 5 সেরা যোজনা

সাধারণ মানুষের কথা বা মাথায় রেখে সরকার বরাবরই নিত্য নতুন স্কিম বা যোজনা নিয়ে আসে

Advertisement
Advertisements

Govt Scheme For Women: মেয়েদের কথা মাথায় রেখে নয়া যোজনা নিয়ে এলো সরকার, জেনে নিন বিস্তারিত

সাধারণ মানুষের কথা বা মাথায় রেখে সরকার বরাবরই নিত্য নতুন স্কিম বা যোজনা নিয়ে আসে। যেমন কৃষকদের জন্য,বেকারদের জন্য, বৃদ্ধদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে। এছাড়াও মহিলা এবং পড়ুয়াদের জন্য বিশেষ কিছু স্কিম ((Govt Scheme For Women) রয়েছে, যা বরাবরই সকলকে অর্থ দিয়ে সাহায্য করে। এরই মধ্যে মেয়েদের জন্য একগুচ্ছ নয়া স্কিম নিয়ে এলো কেন্দ্র ও রাজ্য সরকার (Govt Scheme For Women)।

Central And State Govt  Scheme For Women

Govt Scheme For Women

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

  • কেন্দ্রীয় সরকারের এক অতি পরিচিত স্কিম এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। যেকোনো অভিভাবক তার কন্যা সন্তানের জন্য এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারে। এক্ষেত্রে কন্যার নামেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম থাকবে, সাথে থাকবে অভিভাবকের নাম। কমপক্ষে ২১ বছরের জন্য এই প্রকল্প হবে। কারোর দুইটি বা তিনটি কন্যা সন্তান থাকলেও ,সেক্ষেত্রে দুই- তিনটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

সিবিএসই উড়ান প্রকল্প (CBSE Udaan Scheme)

  • ভারতের মত দেশে বহু মেয়েরাই অর্থের জন্য বিভিন্ন প্রফেশনাল কোর্স; যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এসব করতে পারেনা। সেক্ষেত্রে ভারত সরকার নিয়ে এসেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (Central Board of secondary education) আওতায় সিবিএসসি উড়ান প্রকল্প। যেখানে সমাজে গরিব ছাত্রীদের কমপক্ষে ১০০০ জনকে সুবিধা দেওয়া হবে এবং একটি করে ট্যাব দেওয়া হবে।

কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Scheme)

Govt Scheme For Women

  • রাজ্য সরকারের এক নয়া উদ্যোগ এই কন্যাশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়। সেই কারণে তারা যাতে পড়াশোনা চালিয়ে যায়, তাই এই প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ১৩ বছর থেকেই এই প্রকল্পের আওতায় টাকা পাবে পড়ুয়ারা।

রুপশ্রী প্রকল্প (Rupashree Scheme)

  • এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরা বিয়ের সময় টাকা পেতে পারে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করেছে। কন্যাশ্রী আওতায় থাকা পড়ুয়াদের আনা হয় রূপশ্রী প্রকল্পের আওতায়। যে কোন বিবাহযোগ্য মেয়েকে ২৫ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পে।

লক্ষীর ভান্ডার প্রকল্প (Lakshmi Bhandar Scheme)

Govt Scheme For Women

  • পশ্চিমবঙ্গ সরকারের আরো এক অভিনব উদ্যোগ লক্ষ্যের ভান্ডার, যেখানে প্রতিটি ঘরের মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক অনুদান পাবে। এছাড়া তপশিলি জাতি কিংবা উপজাতির মহিলারা ১০০০ টাকা করে অর্থদান পাবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে

Related Articles