অফবিট

Growing Nandi Statue: ভারতের এই শিব মন্দিরে অলৌকিকভাবে প্রতিদিন বেড়েই চলছে নন্দী মূর্তি! জানুন আসল রহস্য

পৃথিবী জুড়ে নানান দর্শনার্থীরা ভারতে উপস্থিত হন, বিভিন্ন মন্দির দেখার উদ্দেশ্যে। এই মন্দিরগুলির পিছনে বিভিন্ন গল্পকথাও রয়েছে।

Advertisements

Growing Nandi Statue: ভারতের দর্শনীয় স্থানগুলির মধ্যে অধিকাংশই হল নানান ধর্মীয় স্থান তথা মন্দির। পৃথিবী জুড়ে নানান দর্শনার্থীরা ভারতে উপস্থিত হন, বিভিন্ন মন্দির দেখার উদ্দেশ্যে। এই মন্দিরগুলির পিছনে বিভিন্ন গল্পকথাও রয়েছে। সেরকমই একটি মন্দির রয়েছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায়, যেখানে শিবের বাহন নন্দীর পরিধি ক্রমশ বেড়েই চলেছে। এর আসল রহস্য এখনও অনেকের কাছেই অধরা।

Yaganti-Uma Maheswara Temple, Andhra Pradesh

Nandi Statue

Advertisements

অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত এই মন্দিরটির নাম হল শ্রী যগন্তী উমা মহেশ্বর মন্দির। ১৫ শতকে সঙ্গমা রাজবংশের রাজা হরিহর বুক্কা এই মন্দির তৈরি করেছিলেন। এই শিব মন্দিরের সামনে রাখা রয়েছে শিবের বাহন নন্দী। তবে প্রতিবছর প্রায় এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এর আয়তন। জানা যায় প্রথমে এই নন্দী মূর্তির আকার খুবই ছোট ছিল কিন্তু পরে এটি বাড়তে বাড়তে এমন আকার ধারণ করেছে যে, সাধারণ মানুষের চলাচলেও ব্যাঘাত ঘটছে।

Nandi Statue is Growing

Nandi Statue

এমনকি এই মন্দিরে পুস্করিণী নামে একটি পুকুর রয়েছে, যেখানে জল ভর্তি হয় নন্দীর মুখ থেকে আগত জল থেকেই। এই জলের উৎপত্তি কোথায় কিংবা নন্দীর মুখ থেকে জলই বা কোথা থেকে আসে, এই রহস্য সকলেরই অজানা! জানা যায় পুরানকালে ঋষি অগস্ত্য নাকি এই পুকুরে স্নান করেই শিবের পূজা করতেন।

আজও প্রতি রাতে এই মন্দিরে শ্রী কৃষ্ণ গোপিনীদের সঙ্গে লীলায় মাতেন! জানুন রহস্যে মোড়া এই মন্দিরের কথা

Nandi Statue

পুরাণ কাহিনীতে কলিযুগের অবসানের নানান ঘটনা বর্ণিত রয়েছে। সেখানে লেখা রয়েছে, মহা বিপর্যয় আসবে কলিযুগে এবং সেই যুগের অবসান ঘটলে নন্দী মহারাজ জীবিত হবে, পৃথিবীও ধ্বংস হবে। হয়তো সেই কারণেই হয়ত এই মন্দিরে নন্দী দেবের আয়তন বেড়ে চলেছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles