Guess the Actress: লাল জামা পরা এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী ইনি
অনেকেই সেই ছোট্ট মেয়েটিকে দেখে চিনতে পেরেছে আবার কেউ কেউ চিন্তায় আছে কে এই ছোট্ট মেয়েটি!

Guess the Actress: সোশ্যাল মিডিয়ার পাতা চোখ রাখলেই বিভিন্ন মানুষের বিভিন্ন কর্মকান্ড নজরে আসে। এই তালিকা থেকে বাদ যায় না তারকারা পর্যন্ত। তাদের নিজেদের নানান মুহূর্ত তারা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি এরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী, নিজের ছোটবেলার ছবি সকলের সাথে ভাগ করে নিলেন। অনেকেই সেই ছোট্ট মেয়েটিকে দেখে চিনতে পেরেছে আবার কেউ কেউ চিন্তায় আছে কে এই ছোট্ট মেয়েটি (Guess the Actress)! যে লাল জামা পরে উদাস চোখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। বর্তমানে এই মেয়েটির হিন্দি সিনেমা জগত থেকে দক্ষিণী জগৎ সর্বত্রই রাজ করছেন (Guess the Actress)।
Guess The Actress from Her Adorable Childhood Picture
এই ছবিতে থাকা ছোট্ট মিষ্টি মেয়েটি আর কেউ নয় তিনি হলেন দক্ষিণ সিনেমা জগতের রানী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। ইতিমধ্যে বলিউডেও পদার্পণ করেছেন তিনি। নিজেই নিজের ছোটবেলার ছবি সকলের সাথে ভাগ করে নিয়েছেন ইন্সটাগ্রামে। স্বাভাবিকভাবেই তার এই ছবিটি দেখে কেউ কেউ তাকে বলেছে ‘খুব মিষ্টি’। বর্তমানে জাতীয় ক্রাশ বলে আখ্যা দেওয়া হয় তাকে।
Rashmika Mandana
কিরিক পার্টি নামক কন্নড় ছবির মাধ্যমে অভিনয়ের জগতে পদার্পণ করেছিলেন রস্মিকা। এরপর সেই ছবিতে তার সহ অভিনেতার রক্ষিত শেট্টির সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীকালে তাদের এই সম্পর্ক আর টেকেনি। এরপর ২০১৭ সালের রস্মিকা অভিনীত ‘অঞ্জনিপুত্র’ ও ‘চমক’ দুটি ছবিই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল কন্নড়ে। এছাড়া ‘পুষ্পা’ ছবির মাধ্যমে সেরা সেরা অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি ।
বর্তমানে তাকে জাতীয় ক্রাশ বলে আখ্যা দেওয়া হয়
চিনতে পারছেন ছবির এই শিশুটিকে? বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইনি
শুধু এগুলি বললেও ভুল হবে, এর পাশাপাশি ২০২২ সালে বলিউডে পদার্পণ করেছেন তিনি। ‘গুডবাই’ নামক ছবিতে অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় করেছেন রস্মিকা। এছাড়া চলতি বছরে সিদ্ধার্থ মালহোত্রার সাথে ‘মিশন মজনু’ সিনেমাতেও দেখা গেছে তাকে। বর্তমানে সর্বত্রই তার জনপ্রিয়তা তুঙ্গে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি