Bollywood Actor: সাদা-কালো ছবিতে থাকা বাচ্চা ছেলেটিকে চিনতে পারছেন? বর্তমানে বলিউড সিনেমার প্রাণ-ভ্রমরা ইনি!

Bollywood actor: সোশ্যাল মিডিয়ার পাতায় এখন হামেশাই বিভিন্ন তারকাদের ছোটবেলার মুহূর্ত উপভোগ করা যায়। তারকরা বিভিন্ন সময় ডুব দেয় স্মৃতির পাতায়। সম্প্রতি এরকমই এক জনপ্রিয় প্রবীণ বলিউড অভিনেতার (Bollywood Actor) ছোটবেলার ছবি ব্যাপক ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পাতায়। যাকে দেখে অনেকেই হয়তো চিনতে পারবেন, আবার অনেকেই পারবেনও না। বলিউডের মা-ছেলের জনপ্রিয় জুটি বলতে তারাই ছিল অন্যতম। মা যেমন বলিউডে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন, অন্যদিকে ছেলে বলিউডের যে ছবিতে উপস্থিত থাকতেন; সেই ছবিই হত হিট! কি চিনতে পারলেন এবার এই ছোট্ট শিশুটিকে?
Guess The Bollywood Actor
সাদা-কালোয় মোড়া ছবিটিতে দেখা গেছে, একটি শিশু তার মায়ের কোলে রয়েছে। এর মধ্যে থেকেই শিশুটিকে চিহ্নিতকরণ করা অনেকেরই কাছে সহজ কাজ কারণ এক সময়ে বলিউডের হিট ছবিতে তাকেই দেখা যেত। এখনো একই রকম রয়েছে তার জনপ্রিয়তা তা বলা বাহুল্য! এখনও বুঝতে পারেননি? তাহলে আরেকটু আভাস দেওয়া যেতে পারে! এই বিখ্যাত বলিউড অভিনেতার মাও এখন সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়।
Anupam Kher
ইনি আর অন্য কেউ নয়, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুপম খের (Anupam kher)। একসময় বলিউড চলচ্চিত্র তাকে ছাড়া প্রায় অসম্ভব ছিল, তা বলা বাহুল্য! তবে অভিনয় জীবনের প্রবেশের আগে অনেক সংগ্রাম করেছেন তিনি। এক সময়ে প্লাটফর্মে রাত কাটাতেন। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে শুধু বলিউড নয়, হলিউডেও জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। একই সাথে বইও লিখেছেন বেশ কিছু। ভিলেন থেকে শুরু করে হাস্যকর চরিত্র, সবকিছুতেই তার অভিনয় মন কেড়ে নেয় সকলের।
Mother-Son Duo Both are Hit
তার মাও একইভাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়, তা আর বলার অবকাশ রাখে না কারণ অনুপম খেরের মা দুলারি খেরও এখন বিভিন্ন ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করছেন। অনুপম খের, তার ভাই রাজু খের ও মা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ের ওপর হাস্যরসাত্মক ভিডিও বানান। চাইলে আপনারাও দেখে নিতে পারেন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি