বিনোদন দুনিয়া

Indian Actress: ছবিতে বাবার কোলে বসে থাকা এই মিষ্টি মেয়েটিকে চিনতে পারছেন? বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ইনি

Advertisements

Indian Actress: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজেদের ছোটবেলার ছবি কিংবা পুরনো দিনের ছবি পোস্ট করে থাকেন তারকারা (Indian Actress)। আসলে প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে সব সময় মুখিয়ে থাকেন ভক্তরা। আর তাদের মনের ইচ্ছে পূরণ করতেই সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে ধরেন ভারতীয় ইন্ডাস্ট্রির বহু তারকা (Indian Actress)। সম্প্রতিও ঘটলো তেমনই এক ঘটনা।

Guess the Indian Actress

Indian actress

Advertisements

মাঝেমধ্যেই পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বারবার স্মৃতি নেড়েচেড়ে দেখেন বলিউডের (Bollywood) এই অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাটলেই দেখা যাবে অজস্র সাদাকালো ছবি। বলা ভালো সত্তর আশির দশকে তিনি রাজত্ব করেছেন বলিপাড়ায়। প্রিয় অভিনেত্রীকে দেখে মন ভরে যায় ভক্তদের। যদিও ছোটবেলার এই ছবি দেখে বর্তমানে তাঁর বয়স আন্দাজ করা সত্যিই কঠিন।

কঙ্কনা রানাউত কিংবা বিদ্যা বালান নন! এই অভিনেত্রী জিতেছেন সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার

Indian actress

Advertisements

একটা সময় দাপটের সঙ্গে বলিপাড়ায় অভিনয় করেছেন তিনি। সিনে প্রেমীদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। যদিও বর্তমানে ছবির সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন। দীর্ঘদিন পর করণ জোহর পরিচালিত ছবির হাত ধরে রুপোলি পর্দায় ফিরলেন তিনি। সদ্যই বক্স অফিসে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সেই ছবি। ধর্মেন্দ্রর বিপরীতে দেখা গেছে তাঁকে।

Indian actress

হ্যাঁ ঠিকই ধরেছেন। ছবিতে থাকা এই বাচ্চা মেয়েটি আর অন্য কেউ নন তিনি বলিউড অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। উল্লেখ্য, সদ্যই মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর নয়া ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন তিনি।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles