Hair Care Tips: হাজার হাজার টাকা পার্লারে দেওয়া বন্ধ করুন! ১০ টাকা খরচ করে বাড়িতেই করুন স্পা
চুলের জন্য বিভিন্নজন বিভিন্ন যত্ন করেন। হাজার হাজার টাকা খরচা করে পার্লারে গিয়ে স্পা (Hair Spa) করেন।

Hair Care Tips: মেয়েদের চুল আর ত্বক জীবনের আরেকটি অংশ। চুল না থাকলে অসম্পূর্ণ লাগে যে কোন নারীকেই। চুল যেন কথা বলে, এরকম চায় সকল নারীই। চুলের জন্য বিভিন্নজন বিভিন্ন যত্ন করেন। হাজার হাজার টাকা খরচা করে পার্লারে গিয়ে স্পা (Hair Spa) করেন। বিশেষ ম্যাসাজ নেন, যত্ন নেন আলাদাভাবে। এর ফলে চুল তো ভালো হয়ে যায়, তবে তাতে হাজার রকমের কেমিক্যালের প্রভাব পড়ে। অনেকে আবার এত টাকা ব্যয় করতে না পারার জন্য সাঁলো পর্যন্ত যেতে পারে না।
তবে আর না! চুলের যত্ন নেওয়ার জন্য আর টাকা খরচা করে পার্লারে যেতে হবে না। মাত্র ১০ থেকে ৫০ টাকা খরচ করেই, বাড়িতে বানিয়ে নেওয়া কিছু প্যাকের (Hair pack) মাধ্যমে ঘন মসৃণ চুল পাওয়া যাবে অতি সহজেই। এই প্যাকগুলি চুলকে যেমন নরম করবে, সেরকম আরো ঘন ও কালো করে তুলবে। তাহলে আর দেরি না করে দেখে নিন, চুলের যত্নের জন্য বিশেষ ঘরোয়া কিছু উপায়।
Hair Care Tips: Easy Ways to Do Hair Spa at Home
অলিভ অয়েল, শশা কুচি একটি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন। এরপর গরম জলের তোয়ালে ভিজিয়ে তা ভালো করে জল ঝড়িয়ে, চুলে স্টিম নিন। ১০ মিনিট পরে ওই ভেজা চুলে শসা দিয়ে বানানো মাস্কটি লাগান। এরপরে ১৫ মিনিট তা রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
রাতে জবা ফুল এবং আমলকি তেল রাতে ভালো করে ফুটিয়ে মাথায় মালিশ করে নিন। এরপর সকাল বেলায় ১০০ গ্রাম মেথি গুঁড়ো, ২০ গ্রাম আমলা গুঁড়ো, ২০ গ্রাম শিকাকাই গুঁড়ো এবং অল্প টক দই মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাকটি আধঘন্টা চুলে লাগিয়ে রাখুন। তারপরে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’বার লাগালে চুলের পরিবর্তন লক্ষ্য করবেন নিজেই।
চোখকে রাখুন সুরক্ষিত, বাড়িয়ে তুলুন দৃষ্টিশক্তি! দেখে নিন ৫ টি সেরা চোখের ব্যায়াম
পাকা কলা ফেলে না দিয়ে তা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন। এরপর এর সাথে অলিভ অয়েল যুক্ত করুন। গরম জলে তোয়ালে ভিজিয়ে আগে ভালোভাবে চুল স্টিম করে নিন। এরপর ভিজে চুলে কলার মাস্কটি লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি